আজ তাঁর জন্মদিন। আর এ দিনই নতুন এক জার্নি শুরু করলেন শ্রীজাত। তৈরি হল এক নতুন ইতিহাস।
নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে ফেললেন শ্রীজাত। বলিউডের বেশ কিছু পরিচালক বা মিউজিশিয়ানদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এই পদক্ষেপ প্রথম। কবি তথা লেখকের জন্মদিনেই এই চ্যানেলের সূচনা হচ্ছে বলে জানা গিয়েছে।
হঠাত্ এই নতুন পদক্ষেপ কেন?
শ্রীজাতর কথায়, ‘‘যাঁরা আমার বই পড়তে পারেন না, বা আমার আবৃত্তি শুনতে পান না, তাঁদের কথা ভেবেই আমার নিজের ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিলাম।’’ অনুরাগীরা এই চ্যানেলের মাধ্যমে সরাসরি শ্রীজাতকে শুনতে পারবেন।
প্রাথমিক ভাবে সপ্তাহে দু’টি করে ভিডিও লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটি ভিডিও পাঁচ থেকে দশ মিনিটের। জন্মদিনের এই সারপ্রাইজ গিফটে খুশি শ্রীজাত।