চলচ্চিত্র উৎসবে থালি গার্ল

৮ নভেম্বরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে তারকার মেলা। সূত্রের খবর বলছে, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আসবেন বলে জানিয়ে দিয়েছেন। যদিও অমিতাভ সম্প্রতি অসুস্থ হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০০:০৪
Share:

শ্রাবন্তী

এ বার ২৫ বছরে পা দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল কে হবেন, তা নিয়ে প্রতিবারই জল্পনা চলে। এ বারে সেই দায়িত্ব পাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী।

Advertisement

৮ নভেম্বরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে তারকার মেলা। সূত্রের খবর বলছে, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আসবেন বলে জানিয়ে দিয়েছেন। যদিও অমিতাভ সম্প্রতি অসুস্থ হয়েছিলেন। অন্য দিকে শাহরুখ খান এবং মহেশ ভট্টর আসাও চূড়ান্ত। আমন্ত্রণ জানানো হয়েছে কাজলকেও। তবে তিনি আসতে পারবেন কি না, তা এখনও জানা যাচ্ছে না। সমাপ্তি অনুষ্ঠানে থাকার কথা শাবানা আজ়মির। এ বারের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’। পাশাপাশি মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তর ছবিও থাকছে। চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দনের মূল ভবন সংস্কার করা হয়েছে সম্প্রতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement