শ্রাবণী সেন।
মনের মধ্যে দীর্ঘ টানাপড়েন। এনআরএস হাসপাতালে নির্মম প্রাণীহত্যা কোথাও যেন কাছে আনলো দুই শিল্পীসত্ত্বাকে। এক জন গান দিয়ে দ্বার খোলেন। অন্য জন ইন্টার ডিসিপ্লিনারি আর্টিস্ট। প্রথম জন শ্রাবণী সেন। দ্বিতীয় জন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।
‘‘কুকুরদের মর্মান্তিক হত্যার ওই ঘটনা দেখে মনটা খচখচ করছিল। কী করব ভেবে উঠতে পারছিলাম না। ফেসবুকে অনেকে লিখেছেন পড়েছি। কিন্তু আমার মনে হচ্ছিল চুপ করে না থেকে গানে বলি। সেখান থেকেই এই ভাবনা।’’ বললেন শ্রাবণী সেন।
এ নিছক কোনও মিউজিক ভিডিও নয়। ‘‘শ্রাবণী আর আমার ভাবনার বহু আদানপ্রদানে অভ্যস্ত আমরা এই প্রাণীহত্যার ঘটনায় শান্তি পেলাম রবীন্দ্রনাথের গানের কাছে। এই প্রথম বার কোনও গানের ভিস্যুয়ালের বিষয়, চলন, পোশাক নিয়ে কাজ করলাম আমি,’’ জানালেন সুজয়প্রসাদ।
এই অবক্ষয়ের সময়ে শুশ্রুষা একমাত্র রবীন্দ্রনাথে। সেই জায়গা থেকে গান এল, ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’। এই গানের জন্য অভিনয় করেছেন গুলশানারা খাতুন, পারমিতা সাহা, রাজরূপ ভাদুড়ি। পরিচালনা করেছেন সায়ন ঘটক মুখোপাধ্যায়, অভিনব, সিনেমাটোগ্রাফিতে নীল।
এক মেয়ের গল্প। সে দেখেছে অনেকগুলো কুকুরকে নির্মম ভাবে খুন করা হয়েছে। সে অস্থির। একই রকম ভাবে অস্থির শ্রাবণী। মানবতার বার্তা নিয়ে পৌঁছয় শ্রাবণী সেনের কণ্ঠে রবীন্দ্রনাথের গান। ‘না থাকে অন্ধকার। না থাকে মোহ পাপ। না থাকে শোক পরিতাপ।’
একটা নৃশংস ঘটনা। প্রচুর প্রতিবাদ! কিন্তু তার পর?
‘‘সব কেমন স্তিমিত। এই মর্মান্তিক ঘটনায় ডাক্তার ঘেরাও, মিছিল সব হল। সবাই ভুলে গেছে সব। আমরা এই জায়গাতেই আমাদের ভিস্যুয়ালের চরিত্রর মাধ্যমে দেখাতে চেয়েছি এক জন মানুষের স্বাভাবিক জীবন এই মর্মান্তিক ঘটনায় কেমন করে বদলে যায়।' বললেন পরিচালক অভিনব মুখোপাধ্যায়।
আরও পড়ুন, ডিভোর্সের সময় মনোচিকিত্সকের সাহায্য নিয়েছিলাম, বললেন কল্কি
তিনি পৌঁছতে পারেননি এনআরএসের ঘটনার প্রতিবাদ সভায়। ‘‘কিন্তু এই বর্বর ঘটনায় মন অস্থির। শ্রাবণীদির গান এসেছে আলো হয়ে। সুজয়দা প্রথম এই ঘটনাকে ঘিরে কনসেপ্ট নিয়ে এসেছে। কাজ করেছি আমরা নিজেদের মতো করে,’’ বললেন আর এক পরিচালক সায়ন ঘটক মুখোপাধ্যায়।
মানুষের ভেতরকার হিংসে, তেজ বেরিয়ে আসে এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে। আর শিল্পীরা তাদের মাধ্যম ধরে লিখে যান প্রতিবাদের বেদনা।
তৈরি হয় চিরকালীন স্বর আর ছুঁয়ে থাকা মুহূর্ত...।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)