শোভা সেন। ছবি: সংগৃহীত।
প্রয়াত হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শোভা সেন। রবিবার ভোররাতে দক্ষিণ কলকাতার বাসভবনে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মৃত্যুকালে শোভার বয়স হয়েছিল ৯৫ বছর। ছেলে উদয়নের মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছিলেন শোভা। বয়সজনিত কারণে বেশ কয়েক বছর বাড়িতেই থাকতেন তিনি। রেখে গেলেন মেয়ে বিষ্ণুপ্রিয়াকে।
অকালে চলে গিয়েছেন যে বলি সেলেবরা
বেথুন কলেজ থেকে স্নাতক হওয়ার পর গণনাট্য সঙ্ঘে যোগ দেন শোভা। ‘নবান্ন’ নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। সেই যাত্রা শুরু। এর পর একে একে ‘টিনের তলোয়ার’, ‘তিতুমীর’, ‘ব্যারিকেড’ শোভার অভিনয়ে সমৃদ্ধ হয়। এ ছাড়াও ‘এক আধুরি কহানি’, ‘একদিন প্রতিদিন’, ‘বৈশাখি মেঘ’, ‘দেখা’ সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন শোভা। নাটকের সূত্রেই উত্পল দত্তের সঙ্গে আলাপ। পরে তাঁরা বিয়ে করেন। শোভার মৃত্যুতে একটা যুগের অবসান বলেই মনে করছেন নাট্যজগতের একটা বড় অংশ।