Prabhas new film

তিন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন প্রভাস, ‘সালার ২’ দিয়ে শুরু, কবে মুক্তি পাবে ছবিটি?

গত কয়েক বছরে একের পর এক ব্যর্থ ছবির চাপে নিজের ‘তারকা’ তকমা খোয়াতে বসেছিলেন প্রভাস। তার পর ‘সালার’-এর মাধ্যমে তিনি স্রোতে ফিরে আসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৭:২৯
Share:

‘সালার’ ছবির একটি দৃশ্যে প্রভাস। ছবি: সংগৃহীত।

গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল প্রভাস অভিনীত ছবি ‘সালার’। মুক্তির আগেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির পরেও প্রত্যাশিত ভাবেই বক্স অফিসে আলোড়ন তোলে ‘সালার: পার্ট ওয়ান— সিজ়ফায়ার’। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে অনুরাগীদের মনে কৌতূহল। ‘সালার ২’ কবে মুক্তি পাবে, জানালেন নির্মাতারা।

Advertisement

‘সালার’-এর প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’-এর সঙ্গে তিনটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলে প্রভাস। তার মধ্যে একটি ছবি ‘সালার ২’। নির্মাতারা জানিয়েছেন, প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ। প্রযোজনা সংস্থার সঙ্গে প্রভাসের এই চুক্তিকে সিনেমা ব্যবসা বিশেযজ্ঞদের একাংশ বিনোদন জগতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন।

শুক্রবার সমাজমাধ্যমে প্রযোজনা সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত। ছবিগুলি তৈরি হবে ভারতে, কিন্তু সেগুলি সারা বিশ্বের দর্শকের মন জয় করে নেবে। আমরা কথা দিচ্ছি, এই ঘোষণা দর্শকের কাছে ভাল সিনেমা পৌঁছে দেবে।’’ প্রথম ছবির মতোই ‘সালার ২’ পরিচালনা করবেন প্রশান্ত নীল।

Advertisement

নির্মাতারা জানিয়েছেন ‘সালার ২’-এর মাধ্যমে এই বিশেষ সফর তাঁরা শুরু করতে চলেছেন। অন্য দু’টি ছবি যথাক্রমে ২০২৭ এবং ২০২৮-এ মুক্তি পাবে। তবে এই দু’টি ছবি সম্বন্ধে নির্মাতারা এখনই কোনও তথ্য প্রকাশ করেননি। সূত্রের দাবি, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘সালার ২’-এর প্রায় ২০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ছবির পরবর্তী শিডিউলের জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।

গত কয়েক বছরে একের পর এক ব্যর্থ ছবির চাপে নিজের‘তারকা’তকমা খোয়াতে বসেছিলেন প্রভাস।‘সাহো’, ‘রাধেশ্যাম’-এর পরে বক্স অফিসে ধরাশায়ীহয়‘আদিপুরুষ’ও।তার পর‘সালার’-এর মাধ্যমে তিনি স্রোতে ফিরে আসেন।চলতি বছরে ‘কল্কি:২৮৯৮ এডি’ ছবিতে দর্শক প্রভাসকে দেখেছেন। আগামী দিনে ‘সালার ২’ দর্শকের আগ্রহ ধরে রাখতে পারে কি না, দেখা যাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement