Celeb Kid's Birthday

জঙ্গলে জন্মদিন আলিয়ার মেয়ের, উদ্‌যাপনের থিমে কী ভাবে মিলে গেল বলিউড-বাংলাদেশ?

দিন কয়েক আগে পরীমণির ছেলে পদ্মর জন্মদিনের থিম ছিল সুন্দরবন বা জঙ্গল। এ বার রণবীর-আলিয়াও মেয়ের জন্মদিনে সেই আদলেই খানিকটা ‘জঙ্গল’ এর পরিবেশ তৈরি করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৬:০৯
Share:

রাহার জন্মদিনের থিম পরীমণির ছেলের থিমের মতোই? ছবি: ফেসবুক।

প্রথম বারের জন্মদিনে মনের সুখে দু’হাতে কেক চটকেছিল কপূর-কন্যা। দ্বিতীয় বছরে সে বুঝি আরও পরিণত? তাই এ বার তার জন্মদিনের থিম বা ভাবনা ‘জঙ্গল’। রাহা কপূরের জন্মদিন এ বার এ ভাবেই পালন করলেন রণবীর কপূর-আলিয়া ভট্ট। তারকা দম্পতির এই ভাবনাতে বাংলাদেশের ছায়া। অগস্টে দুই বাংলার জনপ্রিয় নায়িকা পরীমণির ছেলে পদ্মও দু’বছরে পা রেখেছে। পরী ছেলের জন্মদিনের থিম বেছেছিলেন ‘সুন্দরবন’, অর্থাৎ জঙ্গল।

Advertisement

রাহার জন্মদিনের ছবি। ছবি: ইনস্টাগ্রাম।

ও পার বাংলার চর্চিত নায়িকা ছেলের জন্মদিনের ছবি, ঝলক ভাগ করে নিয়েছিলেন।

রণবীর-আলিয়ার মেয়ের জন্মদিনে কী কী হল? সেই ছবিও রাহার জন্মদিনের পরের দিনই ফাঁস। কপূর বংশের চতুর্থ প্রজন্মের কন্যের জন্মদিনে দুই থাকের কেক। খরগোশ, ভাল্লুক, গাছপালা দিয়ে সাজানো চারপাশ। গায়ে রাহার উদ্দেশে লেখা, “শুভ জন্মদিন”। একই থিমে সাজানো জন্মদিন উদ্‌যাপনের জায়গাটিও। সেখানে ভাল্লুক, বাঁদরছানা, হাতির বড় বড় কাটআউট রাখা। সঙ্গে রংবেরঙের বেলুন, নকল গাছপালা। আজও একরত্তিদের প্রথম পছন্দ কার্টুনের দুনিয়া। সেখানকার জনপ্রিয় চরিত্র ডোনাল্ড ডাক বা মিকি মাউসকে সামনে দেখলে তাদের খুশি ধরে না। সে কথা মাথায় রেখেই হাজির ছিল ছিল জীবন্ত মিকি আর তার প্রেমিকা মিনি মাউস! পূর্ণবয়স্ক দুই ব্যক্তি মুখোশ আর দুই কার্টুন চরিত্রের পোশাক পরে মাতিয়ে দেন পার্টি। আমন্ত্রিত খুদেরাও তাঁদের দেখে মহাখুশি। সেই দলে ছিলেন রাহার পরিচালক দাদু মহেশ ভট্টও। তিনি মিকি আর মিনির মাঝে দাঁড়িয়ে পোজ়ও দেন!

Advertisement

রাহার জন্মদিনে দাদু মহেশ ভট্ট, সোনি রাজদান, নীতু কপূর, নীনা গুপ্তা। ছবি: ইনস্টাগ্রাম।

প্রকাশ্যে আসা ছবি বলছে, জঙ্গলের আকাশেও সে দিন তারকাদের আলোর ছটা। কপূর এবং ভট্ট খানদানেই খ্যাতনামীদের ছড়াছড়ি। এসেছিলেন সোনি রাজদান, পূজা ভট্ট, সাহিন। কপূর খানদান থেকে করিশ্মা, করিনা, তাঁদের ছেলেমেয়েরাও ছিলেন। হল্টার নেক গাউনে নিজেকে সাজিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন নীনা গুপ্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement