সৌম্য মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
টলিপাড়ার তরুণ প্রজন্মের অন্যতম তিনি। চলতি সপ্তাহেই ‘চিনি ২’ ছবিতে সৌম্য মুখোপাধ্যায়কে দেখবেন দর্শক। অতিমারির আবহে মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘চিনি’। এ বার অবশ্য মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্য ছাড়া ছবির অন্য চরিত্রেরা বদলে গিয়েছে। তাই নির্মাতারা এই ছবিকে ‘থিম্যাটিক সিক্যুয়েল’ হিসেবে উল্লেখ করতে চাইছেন।
ছবির ট্রেলারে সৌম্যর ঝলক মিললেও তাঁর চরিত্র সম্পর্কে খুব বেশি খোলসা করা হয়নি। এই প্রসঙ্গে সৌম্য হেসে বললেন, ‘‘এখনই বলে চমক নষ্ট করতে চাই না। আসলে চরিত্রটির মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। আমার চরিত্র স্যামি খুবই মিষ্টি একটা ছেলে। ওর জীবনে একটা ক্রাইসিস রয়েছে। কিন্তু তার পিছনেও অনেক কারণ রয়েছে। দর্শক ছবিটা দেখলে বুঝবেন।’’
‘চিনি ২’ ছবিতে অভিনয় করেছেন সৌম্য এবং মধুমিতা। ছবি: সংগৃহীত।
‘চিনি’-তে মধুমিতার বিপরীতে ছিলেন সৌরভ দাস। এ বার রয়েছেন সৌম্য। বিষয়টা নিয়ে সমাজমাধ্যমেও তুলনার প্রসঙ্গ চোখে পড়ছে। সৌম্য অবশ্য এই তুলনার পিছনে কোনও কারণ দেখছেন না। তাঁর কথায়, ‘‘নাটকের সূত্রেই সৌরভদার সঙ্গে দীর্ঘ দিনের পরিচয়। তবে দুটো ছবির চরিত্র একদমই আলাদা।’’ এই প্রসঙ্গেই সৌম্য জানালেন, শুরুতে পরিচালকের থেকে প্রস্তাব পেয়ে তিনি নিজেই অবাক হয়েছিলেন। তাঁর কথায়, ‘‘আমিও প্রথমে ভেবেছিলাম সৌরভদা থাকবে। কিন্তু মৈনাকদা পুরো বিষয়টা খোলসা করতে তখন বুঝতে পারি যে, দুটো গল্প একদমই আলাদা।’’
বাংলায় ‘প্রেম টেম’ ছবিতে সৌম্যর অভিনয় দর্শক দেখেছেন। এই বছর বলিউডের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে সৌম্যর অভিনয় নজর কাড়ে। পর্দায় রানি মুখোপাধ্যায়ের দেওর হওয়ার পর এখন কি টলিউড থেকে তাঁর কাছে প্রস্তাবের সংখ্যা বেড়েছে? সৌম্য বললেন, ‘‘কিছুটা তো বেড়েছে। তবে আগেও যে আসত না তা কিন্তু নয়। কিন্তু আমি সব সময়েই বিভিন্ন চরিত্রে অভিনয়ের চেষ্টা করি।’’ আর বলিউড? সৌম্য জানালেন বলিউডেও একাধিক নতুন কাজ নিয়ে তাঁর কথাবার্তা চলছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তাঁর স্বীকারোক্তি, ‘‘বলিউডেও কিন্তু আমি বেছে কাজ করতে চাই। কয়েকটা ওয়েব সিরিজ়ের প্রস্তাব এসেছিল। কিন্তু চরিত্র পছন্দ হয়নি বলে রাজি হইনি।’’ বলিউডে শুধুই বাঙালি চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক নন সৌম্য। বললেন, ‘‘বিহার বা তামিলনাড়ুর কোনও একটি চরিত্রে অডিশন দেওয়ারও চেষ্টা করছি। শুধু বাঙালি চরিত্রে অভিনয় করে নিজেকে আবদ্ধ রাখতে চাই না।’’
এই মুহূর্তে টলিউডের তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই বলিউডে কাজ করছেন। কিন্তু একটা হিন্দি ছবি করেই বলিউডে পাকাপাকি থাকার কোনও পরিকল্পনা নেই সৌম্যর। স্পষ্ট বললেন, ‘‘অনেকেই ‘মিসেস চ্যাটার্জি...’-র পর আমি বাংলায় কাজ করছি দেখে অবাক হয়েছিলেন। কিন্তু বাংলায় কাজ বন্ধের কথা ভাবতেই পারি না।’’