Shakib khan-Soumitrisha Kundu

শাকিব খানের সাক্ষাতে মুগ্ধ সৌমিতৃষা! দেবের সঙ্গে তুলনা টেনে কী বললেন অভিনেত্রী?

শহরের এক বিলাসবহুল হোটেলে সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে দেখা হল শাকিবের। কথা হল বেশ কিছু ক্ষণ, মুগ্ধতা যেন কাটতে চাইছে না সৌমিতৃষার। আনন্দবাজার অনলাইনকে জানালেন সেই অভিজ্ঞতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৯:৩১
Share:

শাকিবের মুগ্ধ সৌমিতৃষা কী কথা হল দু’জনের? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শাকিব খান এখন পর পর ছবি করছেন। কিন্তু তাঁর নায়িকারা ভারতীয়। টেলি অভিনেত্রী থেকে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন ইধিকা পাল, শাকিবের হাত ধরেই। সামনেই মুক্তি পাবে ‘দরদ’। সেখানে শাকিবের বিপরীতে রয়েছেন হিন্দি ছবির সোনাল চৌহান। এ ছাড়াও একটি ছবির প্রস্তুতি শুরু করেছেন। সেখানে শাকিবের সঙ্গে ফের অভিনয় করছেন ইধিকা।

Advertisement

রবিবার রাতে শহরের এক বিলাসবহুল হোটেল সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে দেখা হল শাকিবের। কথা হল বেশ কিছু ক্ষণ। মুগ্ধতা যেন কাটতে চাইছে না সৌমিতৃষার। আনন্দবাজার অনলাইনকে জানালেন সেই অভিজ্ঞতা।

শহরের এক প্রযোজনা সংস্থা আগামী বছর একসঙ্গে ১৮টি ছবি উপহার দিতে চলেছে দর্শককে। তার আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহাতারকাও। সৌমিতৃষার দাবি, এক ঝলকেই অভিনেত্রীকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছু ক্ষণ কথা হয় তাঁদের। সৌমিতৃষার কথায়, ‘‘খুব বেশি ক্ষণ না হলেও যেটুকু কথা হল বুঝলাম, মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যাঁরা হন, তাঁরা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।’’ আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব, জানালেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে সৌমিতৃষার। তবে সে নিয়ে এখনই কোনও কথাবার্তা এগোয়নি। সৌমিতৃষার সংযোজন, ‘‘আমি শাকিব খান থেকে শাহরুখ খান, সকলের সঙ্গে কাজ করতে চাই। এঁদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement