Soumitra Chatterjee

কিছুটা স্থিতিশীল সৌমিত্র, নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ

এ দিন সকালে রক্তচাপ বেড়েছিল সৌমিত্রর। অক্সিজেনেরও প্রয়োজন পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২০ ২২:৩৭
Share:

সৌমিত্র চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

কিছুটা স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এখনও বিপদমুক্ত নন। তাঁর মস্তিষ্কে সংক্রমণের অভিঘাত (কোভিড এনকেফ্যালোপ্যাথি) তথা সার্বিক স্নায়বিক অবস্থার হাল চিকিৎসকদের চিন্তায় রেখেছে। তাঁদের বক্তব্য, আচ্ছন্ন চেতনায় মস্তিষ্কে সংক্রমণের অভিঘাতে রোগীর বয়স ও আনুষঙ্গিক রোগগুলিই বিপজ্জনক হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার হাসপাতাল থেকে অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, এ দিন সকালে রক্তচাপ বেড়েছিল সৌমিত্রর। অক্সিজেনেরও প্রয়োজন পড়েছিল। তবে চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা হয়। তাঁর সব অঙ্গপ্রত্যঙ্গ সচল বলেও হাসপাতাল সূত্রে খবর।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্র মোটের উপর স্থিতিশীল রয়েছেন। তবে এ দিন সকালে হিমোগ্লোবিন কিছুটা কমে যায়। রক্তচাপ এবং অক্সিজেনজনিত সমস্যা হয়েছিল। সেটাও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে সৌমিত্রর স্নায়ুজনিত সমস্যা চিকিৎসকদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

আরও পড়ুন: সদ্যোজাতকে নিয়ে কেমন কাটছে ‘হিয়ান’-এর পুজো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement