Soumitra Chatterjee

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ফিরে দেখা কিংবদন্তি অভিনেতার জীবন

সত্যজিতের সঙ্গে মোট ১৪টি ছবিতে কাজ করেন তিনি। ৬০ বছরের অভিনয় জীবনে আড়াইশোর বেশি ছবিতে অভিনয় করেন সৌমিত্র।

সত্যজিতের সঙ্গে মোট ১৪টি ছবিতে কাজ করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৩:৩৫
Share:
Advertisement

সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালির ‘ফেলুদা’। জন্ম ১৯৩৫ সালে কলকাতার মির্জাপুর স্ট্রিটে। কিংবদন্তি অভিনেতার ছেলেবেলা অনেকটা কেটেছে কৃষ্ণনগরে। বাবা মোহিত চট্টোপাধ্যায়। পেশায় উকিল। মা আশালতা চট্টোপাধ্যায় গৃহবধূ। পড়াশোনা হাওড়া জেলা স্কুল থেকে। তারপর সিটি কলেজ থেকে বাংলায় স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ।

মানসপিতা সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপ ১৯৫৬ সালে। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর সত্যজিতের সঙ্গে মোট ১৪টি ছবিতে কাজ করেন তিনি। ৬০ বছরের অভিনয় জীবনে আড়াইশোর বেশি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র। ২০০৪ সালে পান ‘পদ্মভূষণ’ পুরস্কার। ২০০৬ সালে পরিচালক সুমন ঘোষের ছবির জন্য আসে জাতীয় পুরস্কার। একাধারে কবি, বাচিক শিল্পী, অভিনেতা, চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায়কে ২০১২ সালে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পুরস্কার ‘দাদাসাহেব ফালকে’ দেওয়া হয়। এরপর ২০১৮ সালে ফরাসি সরকারের সেরা নাগরিক সম্মান ‘লিজিয়ঁ দ’নর’ পান তিনি।

Advertisement


আরও পড়ুন: প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, চল্লিশ দিনের লড়াই শেষ একটু আগে

উত্তমকুমার হয়ে ওঠেননি, কিন্তু বেলাশেষে তিনি সৌমিত্র

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement