Sonu Sood

Bollywood: ‘পাত্তা দিতে চাই না’, নিজেকে নিয়ে সব ট্রোল, কটাক্ষের জবাব দিলেন সোনু

মানুষের জন্য ওষুধ, অক্সিজেন, হাসপাতালের শয্যা জোগাড়ে ব্যস্ত তিনি। তবে সব ব্যস্ততার মাঝেও এ বার নিজেকে নিয়ে তৈরি হওয়ার বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ২২:৩৯
Share:

সোনু সুদ।

নেটাগরিকরা কি কিছুই বাদ দেন না! অতিমারিকালে প্রায় ১ বছর ধরে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানোর পরেও নেটমাধ্যমে ট্রোল, মিমের শিকার সোনু সুদ । অনেকেই তাঁর দানধ্যানের মধ্যে স্বার্থের গন্ধ পাচ্ছেন। এ সব নেতিবাচক মন্তব্য শুনেও বহুদিন ধরে চুপ ছিলেন অভিনেতা। মানুষের জন্য ওষুধ, অক্সিজেন, হাসপাতালের শয্যা জোগাড়ে ব্যস্ত তিনি। তবে সব ব্যস্ততার মাঝেও এ বার নিজেকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু বলেছেন, “জীবনের প্রতিটি পদেই এ রকম মানুষ পাওয়া যাবে। এই মুহূর্তে আমি যা যা করছি, সেগুলি তাদের ভাল লাগছে না। তাঁরা ভাবেন কোনও রকম স্বার্থ ছাড়া কী করে আমি এই কাজ করছি। যখন দেখেন সত্যিই কোনও স্বার্থ নেই, তখন নিজেদের মতো করে কিছু একটা তৈরি করে নেন। আমি এ সব পাত্তা দিতে চাই না।”

এই সংকটের সময় নেতিবাচক কোথায় কান দিয়ে সময় নষ্ট করতে চান না তিনি। নিন্দুকদের তোয়াক্কা না করে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে ব্যস্ত অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement