Sonu Sood

তারকা এবং তাঁর প্রচার! বলিউড প্রসঙ্গে অজানা তথ্য ফাঁস করলেন সোনু, কী বললেন?

তাঁর অভিনীত নতুন ছবির প্রচারে ব্যস্ত সোনু সুদ। বলিউড প্রসঙ্গে তাঁর সাম্প্রতিক মন্তব্য নজর কেড়েছে অনুরাগীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:৫৩
Share:

অভিনেতা সোনু সুদ। — ফাইল চিত্র।

প্রচারের আলোয় কে না থাকতে চায়। বলিউড তারকাদের মধ্যেও তা নিয়ে প্রতিযোগিতা চলে। সম্প্রতি অভিনেতা সোনু সুদ তারকাদের এই ‘প্রতিযোগিতা’ প্রসঙ্গেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।

Advertisement

তারকাদের সঙ্গে ইদানীং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকেন। সোনু জানিয়েছেন, সেই কর্মীদের অনেক সময়েই প্রকাশ্যে ইচ্ছাকৃত ভাবে কোনও সমস্যা তৈরি করতে বলা হয়। তার ফলে নাকি তারকারা আরও নজরে আসেন! সোনু বলেন, ‘‘নিরাপত্তারক্ষীদের মাঝেমধ্যেই প্রকাশ্যে কোনও সমস্যার তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়, বিশেষ করে বিমানবন্দরে। তার ফলে, সাধারণ মানুষ তখন ঘুরে তারকাদের দেখতে বাধ্য হন। একটা কৌতূহল তৈরি হয়। ফলে ওই তারকা তখন সকলের নজরে আসেন।’’

সোনুর মতে, কোনও তারকা চাইলে একান্তে খুব সহজেই বিমানবন্দরে চলাফেরা করতে পারেন। সে ক্ষেত্রে হয়তো খুবই কম সংখ্যক মানুষ তাঁদের নিজস্বীর জন্য অনুরোধ করবে। কিন্তু তারকারা সকলের নজরে আসতে চান। তাই নিরাপত্তারক্ষীরা আবহ উত্তপ্ত করে তুললে, তখন সহজেই ওই তারকা আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

Advertisement

সোনুর সঙ্গেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন। এই প্রসঙ্গে সোনু তাঁর ক্ষেত্রে কী পদক্ষেপ করেন, তা-ও স্পষ্ট করেছেন। অভিনেতা বলেন, ‘‘কিন্তু আমি তাদের কাউকে ধাক্কা দিতে নিষেধ করি। সাধারণ মানুষ কিন্তু এমনিতে খুবই শান্ত। তাঁদের থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না।’’

আগামী সপ্তাহে মুক্তি পাবে সোনু পরিচালিত এবং অভিনীত নতুন ছবি ‘ফতেহ’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলি ফার্নান্ডেজ় এবং বিজয় রাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement