Fire

আগুনে ভস্মীভূত বাড়ি, উত্তেজনা এলাকায়

ঘটনায় কেউ জখম হননি। তবে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অগ্নিকাণ্ডের পিছনে স্থানীয় এক প্রোমোটার রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১০:০২
Share:
রাত ৯টা নাগাদ বাড়িতে আগুন লাগে।

রাত ৯টা নাগাদ বাড়িতে আগুন লাগে। —প্রতীকী চিত্র।

একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল বালিগঞ্জ থানা এলাকার পদ্মপুকুর লেনের বস্তিতে। এই ঘটনায় কেউ জখম হননি। তবে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অগ্নিকাণ্ডের পিছনে স্থানীয় এক প্রোমোটার রয়েছেন। স্থানীয় বাসিন্দা সঙ্গীতা শীলের অভিযোগ, ‘‘ওই প্রোমোটার এই জায়গাটি কিনেছেন। তিনি চান, জায়গাটি ফাঁকা করতে। এই ঘটনার পিছনে তিনি থাকতে পারেন।’’

Advertisement

রাত ৯টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগে। বাড়িটির বাসিন্দা সুলতা সাউ জানান, সেই সময়ে বাড়িতে ছিলেন তাঁর শাশুড়ি শান্তি সাউ, মেয়ে শ্বেতা সাউ ও শ্বেতার তিন মাসের ছেলে। আগুন লাগায় বেরিয়ে আসেন সকলে। সুলতার অভিযোগ, ‘‘এই ঘটনার পিছনে স্থানীয় প্রোমোটারের হাত থাকতে পারে। থানায় অভিযোগ জানিয়েছি।’’ দমকলের তিনটি ইঞ্জিন রাত দেড়টা নাগাদ আগুন নেভায়। তবে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় আরও তিন-চারটি বাড়ি। শুক্রবার ভোরে ফের সেই বাড়ি থেকে ধোঁয়া বেরোলে একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement