Sonu Sood

লকডাউনে আটকে ‘মু্ন্নাভাই এমবিবিএস’ অভিনেতা, বাড়ি ফেরানোর দায়িত্ব নিলেন সোনু

সোনু সুদের সাহায্যপ্রার্থী হলেন ‘মুন্নাভাই এমবিবিএস’ খ্যাত সুরেন্দ্র রাজন। গত মার্চে তিনি মু্ম্বই এসেছিলেন একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য। মাঝপথে লকডাউনের জন্য আটকে বাড়ি ফিরতে পারছিলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ১৬:৪৫
Share:

সোনু সুদ। ছবি টুইটার থেকে নেওয়া।

পরিযায়ী শ্রমিক নন, এ বার সোনু সুদের সাহায্যপ্রার্থী হলেন ‘মুন্নাভাই এমবিবিএস’ খ্যাত সুরেন্দ্র রাজন। গত মার্চে তিনি মু্ম্বই এসেছিলেন একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য। মাঝপথে লকডাউনের জন্য আটকে বাড়ি ফিরতে পারছিলেন না। তাই, নিরুপায় সুরেন্দ্র দরবার করেন সোনুর কাছে। গত এক মাস ধরে যে ভাবে দিনের পর দিন সোনু নিজের দায়িত্বে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন, তা দেখেই ভরসা পেয়েছেন তিনি। এ ছাড়া, ‘আর রাজকুমার’ ছবিতে তিনি সোনুর সহ অভিনেতা ছিলেন। সেই জোরটাও কাজ করেছে প্রবীণ অভিনেতার মনে।

Advertisement

সুরেন্দ্র আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে ‘মু্ন্নাভাই’ সঞ্জয় দত্তের এখনও যোগাযোগ আছে। তাঁর কাছে সঞ্জু পিতৃসম। তার পরেও তিনি বেশি ভরসা করেছেন সোনুর ওপর। তাঁর কাজ দেখে, বিরক্ত করেননি সঞ্জয়কে।

আরও পড়ুন: সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে সন্দেহ

Advertisement

আরও পড়ুন: করোনার গুঁতোয় আপাতত কারাগারেই ‘নেতাজি’, মিমের ঠ্যালায় জেরবার ‘বাবা লোকনাথ’​

মার্চ থেকে জুন, এই তিন মাস অভিনেতার চলল কী করে? সাক্ষাৎকারে সুরেন্দ্র জানিয়েছেন আরেক শুভানুধ্যায়ী তাঁকে খরচ চালানোর জন্য ৪৫ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া, নিয়মিত রেশন পেয়েছেন আরএসএস-এর থেকে। তাই দিয়ে চালিয়ে নিয়েছেন। সোনু কথা দিয়েছেন, ১৮ জুনের আগেই সুরেন্দ্র ফিরে যাবেন সাতনায়। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন প্রবীণ অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement