Sonam Kapoor

নিয়ম মেনে

কখনও অবসর যাপনের ছবি, আবার কখনও আনন্দের ওয়র্ক ফ্রম হোমের মুহূর্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০০:৪৯
Share:

সোনম

দিনকয়েক আগেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কপূর। সেখান থেকেই রোজকার জীবনযাপনের টুকরো মুহূর্ত নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চলেছেন নায়িকা। কখনও অবসর যাপনের ছবি, আবার কখনও আনন্দের ওয়র্ক ফ্রম হোমের মুহূর্ত। খোলা বাগানে ফুরফুরে সময় কাটানোর একটি ভিডিয়ো সোনম সম্প্রতি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, যা দেখে নেটিজ়েনের একাংশের ধারণা হয়, ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকার নিয়ম না মেনেই বাড়ির বাইরে পা রেখেছেন সোনম। সদ্য লন্ডনে গিয়েছেন মৌনী রায়ও, তাঁর বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ ওঠে। তবে সোনম নিজেই এর জবাবে জানিয়েছেন, তিনি বাড়ির বাইরে এক পা-ও বেরোননি এর মধ্যে। তাঁর পোস্ট করা ভিডিয়োটি নিজেদের বাড়ির বাগানেই তুলেছিলেন নায়িকা। প্রসঙ্গত, মহিলাদের অনলাইন অ্যাবিউজ়ের বিরুদ্ধে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সোনম। তবে ট্রোলদের তিনি কড়া হাতে সামলে এসেছেন বরাবরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement