West Bengal Board Of Secondary Education

মাধ‍্যমিক পরিচালনার নির্দেশিকায় ক্ষোভ

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ব‍্যবস্থাপনা নিয়ে শিক্ষক এবং সরকারি আধিকারিকদের জন‍্য নির্দেশিকা সম্প্রতি প্রকাশ করেছে মধ্য শিক্ষাপর্ষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৭:৪৪
Share:

— প্রতীকী চিত্র।

মাধ্যমিক পরীক্ষার আয়োজন সুষ্ঠু ভাবে সারতে ‘মেন ভেন‍্যু’ বা প্রধান পরীক্ষাকেন্দ্রেও এক জন ‘ভেন‍্যু সুপারভাইজ়ার’ বা তত্ত্বাবধায়করাখার দাবি করলেন শিক্ষকদের একাংশ। তা না হলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রধান পরীক্ষাকেন্দ্রে কোনও গোলমাল হলে তা সামাল দেওয়া মুশকিল হতে পারে বলেই ওই শিক্ষকদের অভিমত।

Advertisement

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ব‍্যবস্থাপনা নিয়ে শিক্ষক এবং সরকারি আধিকারিকদের জন‍্য নির্দেশিকা সম্প্রতি প্রকাশ করেছে মধ্য শিক্ষাপর্ষদ। তাতে বলা হয়েছে, প্রধান পরীক্ষাকেন্দ্রে যিনি ‘সেন্টার সেক্রেটারি’ থাকবেন তাঁকেই ওই কেন্দ্রের ‘ভেন‍্যু সুপারভাইজ়ার’ কাজ করতে হবে। প্রধান শিক্ষকদের মতে, এর ফলে সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনায় সমস‍্যা হতে পারে। প্রধান পরীক্ষাকেন্দ্রে ‘সেন্টার সেক্রেটারি’র একার উপরে বেশি চাপ থাকা ঠিক নয়।

শিক্ষকেরা জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় একটা প্রধান পরীক্ষাকেন্দ্রের অধীনে বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র থাকে। প্রধান পরীক্ষাকেন্দ্রকে মেন ভেন‍্যু বলা হয়। এর অধীনে থাকা পরীক্ষাকেন্দ্রগুলিকে বলা হয় ‘সাব-ভেন‍্যু’। প্রতিটি ‘সাব-ভেন‍্যু’তে এক জন করে ‘ভেন‍্যু সুপারভাইজ়ার’ থাকেন। তিনি সাধারণত ওই স্কুলের প্রধান শিক্ষক হন। তিনি ওই ‘সাব-ভেন‍্যু’র পরীক্ষাকেন্দ্রের দেখভাল করেন। প্রধান পরী‌ক্ষাকেন্দ্রে যিনি সেন্টার সেক্রেটারি, তিনি তাঁর অধীনে থাকা সাব-ভেন‍্যুগুলোর দায়িত্বে থাকেন। ‘সেন্টার সেক্রেটারিও’ সাধারণত স্কুলের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হন। থানা থেকে প্রশ্নপত্র প্রথমে প্রধান পরীক্ষাকেন্দ্রে আসে। সেখান থেকে প্রশ্নপত্র ওই পরীক্ষাকেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন ‘সাব-ভেন‍্যু’তে যায়। প্রধান পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র বিলি বা উত্তরপত্রের ঠিকঠাক ফিরে আসার দেখভাল করেন সেন্টার সক্রেটারি। তাঁর অধীনে থাকা পরীক্ষাকেন্দ্রগুলিতে তাঁকে দরকারে ছুটে যেতে হয়। সংশ্লিষ্ট ‘ভেন‍্যু সুপারভাইজ়ারের’ সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।

Advertisement

‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘প্রধান পরী‌ক্ষাকেন্দ্রের ‘সেন্টার সেক্রেটারি’কে দরকারে অন‍্য পরীক্ষাকেন্দ্রে ছুটে যেতে হয়। একই সময়ে একাধিক পরীক্ষাকেন্দ্রে গোলমাল হতে তো তিনি মুশকিল পড়বেন। তাই ওঁর সহযোগী হিসেবে প্রধান পরীক্ষাকেন্দ্রেও আমরা এক জন ‘ভেন‍্যু সুপারভাইজ়ার’ রাখার দাবি করছি। না হলে সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরিচালনায় সমস‍্যা হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement