উদ্ধার হওয়া মৃত তিমি। ছবি: সমরেশ মণ্ডল।
গত সপ্তাহেই পর পর দু’দিন কাকদ্বীপের দুই নদীর চরে দেখা মিলেছিল ২০ ফুট লম্বা তিমির। রবিবার দুপুরে সাগরদ্বীপের সুমতিনগরের সমুদ্র সৈকতে ভেসে এল একটি তিমির মৃতদেহ। সেটি উদ্ধার করে নিয়ে যান বনদফতরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এই তিমিটিও প্রায় ২০ ফুট লম্বা। দেহে পচন ধরে গিয়েছিল। দুর্গন্ধ বার হচ্ছিল। দক্ষিণ ২৪ পরগনা জেলা বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘‘তিমির মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এটা গত সপ্তাহে উদ্ধার হওয়া তিমির দেহ কি না, এখনইবলা মুশকিল।’’
গত বুধবার ঘোড়ামারা দ্বীপের রায়পাড়ায় মুড়িগঙ্গার চরে একটি ২০ ফুট তিমির দেখা মেলে। গ্রামবাসীরা তিমিটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নদীতে ছেড়ে দেন। পরের দিন তিমির দেখা মেলে কাকদ্বীপের লক্ষ্মীপুরে, হুগলি নদীর চরে। বন দফতরের কর্মীরা তাকে উদ্ধার করে বকখালি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলেন।