sonam kapoor

Sonam Kapoor: সমকামীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিজেপি নেতাকে তুলোধনা সোনমের

সমকামীদের নিয়ে সুধীরের এই মন্তব্য মেনে নিতে পারেননি সোনম। বিজেপি নেতার উপর ক্ষোভ উগরে দেন প্রকাশ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৯:৩৯
Share:

ক্ষোভ উগরে দিলেন সোনম।

বিজেপি নেতা সুধীর মুঙ্গন্তিয়ার উপর বেজায় চটলেন সোনম কপূর। অনিল-কন্যার অভিযোগ, সমকামীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন শাসক দলের বিধায়ক।

Advertisement

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, সুধীর মহারাষ্ট্র পাবলিক ইউনিভার্সিটি আইনের সংশোধনী বিল পাশ নিয়ে নিজের বক্তব্য পেশ করেন। এই বিল প্রান্তিক যৌনতার অর্থাৎ এলজিবিটিকিউআইএ গোষ্ঠীভুক্ত মানুষদের বিশ্ববিদ্যালয় বোর্ডে অন্তর্ভুক্তিকরণের কথা বলে। এ বিষয়ে সুধীরের বক্তব্যের কিছু ঝলক নেটমাধ্যমে ভিডিয়ো আকারে প্রকাশ পেয়েছে। সেখানে তিনি বলছেন, “সমকামীদের আপনারা বোর্ডের সদস্য হিসেবে নিয়ে আসবেন। একটু গুরুত্ব দিয়ে ভাবুন বিষয়টিকে।”

Advertisement

সমকামীদের নিয়ে সুধীরের এমন মন্তব্য মেনে নিতে পারেননি সোনম। বিজেপি নেতার উপর ক্ষোভ উগরে দেন প্রকাশ্যে। সুধীরের ভিডিয়োটি ইনস্টাগ্রামে দিয়ে সোনম লেখেন, ‘অজ্ঞ, অশিক্ষিত, ঘৃণ্য’। কোনও রাখঢাক না করেই বিজেপি নেতার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আগাগোড়াই সমকামীদের অধিকারের জন্য সোচ্চার সোনম। নিজেও ২০১৮ সালে ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement