Sonam Kapoor

ছক ভাঙছেন সোনম, অভিনয় করবেন অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নীরজা’র পর ফের সোনমকে দেখা যাবে নারীকেন্দ্রিক ছবির মুখ্য চরিত্রে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৮:৪০
Share:

সোনম কপূর।

স্কটল্যান্ডের গ্লাসগোতে নতুন ছবি ‘ব্লাইন্ড’-এর শ্যুটিং শুরু করলেন সোনম কপূর। এই ছবিতে একজন অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এক সিরিয়াল কিলারকে শেষমেশ কী ভাবে পাকড়াও করবে সোনমের চরিত্র, সেই গল্পই বলবে ক্রাইম-থ্রিলার ঘরানার এই ছবি।

ছবির পরিচালনায় রয়েছেন সোম মাখিজা। ‘ব্লাইন্ড' ছবির মাধ্যমেই একক পরিচালনায় হাতেখড়ি তাঁর। এর আগে ‘বদলাপুর’, ‘কহানি ২’, ‘আই, মি অউর ম্যায়’-এর মতো ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নীরজা’র পর ফের সোনমকে দেখা যাবে নারীকেন্দ্রিক ছবির মুখ্য চরিত্রে। গত বছর সোনম অভিনয় করেছিলেন ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। ২০১৮ সালে দিদি রেহা কপূরের প্রযোজনায় ‘ভীরে দি ওয়েডিং’-এর মতো এই ছবিও বক্স অফিসে কোনও কামাল দেখাতে পারেনি। তার পর আর কোনও কাজ করেননি অভিনেত্রী। ভাল স্ক্রিপ্টের অভাবেই কি এই দীর্ঘ বিরতি? সেই উত্তর যদিও এখনও অজানা।

Advertisement

আরও পড়ুন: কেন এঁদের সঙ্গে দেখা হবে না আপনার? মোদীকে তোপ নুসরতের

অভিষেক ঘোষ, পিঙ্কেশ নাহার এবং শচীন নাহারের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন পরিচালক সুজয় ঘোষ। এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন, সুজয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর বহু দিনের। ‘ব্লাইন্ড’-এর মাধ্যমে অবশেষে সেই ইচ্ছা পূরণ হল অভিনেত্রীর।

Advertisement

আরও পড়ুন: নিভৃতবাসের সেরা সঙ্গী অর্জুনই, অকপট মালাইকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement