স্বাস্থ্যপরীক্ষা করানোর পরামর্শ অভিনেত্রীর
মাত্র ৩০ শতাংশ সম্ভাবনা ছিল বেঁচে থাকার। জীবনে ফেরার। তবে অত কিছু আশা করেননি সোনালি বেন্দ্রে। ধরেই নিয়েছিলেন জীবনের শেষ ঘনিয়ে এসেছে। ২০১৮ সাল। সোনালির যখন স্তন ক্যানসার ধরা পড়ল, তখন রোগ চতুর্থ পর্যায়ে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তাঁকে স্পষ্ট বলেছিলেন, ‘‘আপনার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।’’
তার পর চিকিৎসা চলেছিল আমেরিকায়। সৌভাগ্যক্রমে এক বছর পর ক্যানসারমুক্ত জীবন লাভ করেছিলেন ‘সরফরোশ’ অভিনেত্রী।তার পর থেকে জীবনের ইতিবাচক দিকগুলোয় আস্থা রাখতে শুরু করেছেন তিনি। কাজে ফিরেছেন। মহিলাদের পরামর্শ দেন নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করানোর।
তবে চার বছর আগের সেই বিভীষিকা ভুলতে পারেননি অভিনেত্রী। এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার লড়াইয়ের কথা খবরে প্রকাশিত হতেই মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। কত মানুষ ক্যানসার পরীক্ষা করান পর পরই। এতেই মনে হয়েছিল আমার বেঁচে ওঠা সার্থক। মনে হয়েছিল, ভাগ্যিস কথাগুলো বলেছিলাম।’’
১৯৯৪ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সোনালি। ১৯৯৬ সালের সিনেমা ‘দিলজ্বলে’ তাঁর প্রথম বড় হিট। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০০০ সালে, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে। সম্প্রতি ‘দ্য ব্রোকেন নিউজ’ দিয়ে ওটিটি মঞ্চে পা রেখেছেন নায়িকা।