Diljit Dosanjh

দুই গায়কের বিতর্ক অব্যাহত, ‘ব্লক’ করা নিয়ে বাগ্‌যুদ্ধে দিলজিৎ ও এপি ঢিলোঁ

সম্প্রতি নিজের এক অনুষ্ঠানে এপি দাবি করেন তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করেছেন দিলজিৎ। ব্লক খুলে দেওয়ার অনুরোধ করেন। পাল্টা উত্তর আসে দিলজিতের তরফেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩
Share:

দিলজিৎ ও এপির বাকযুদ্ধ। ছবি: সংগৃহীত।

দু’জনেই পঞ্জাবি গায়ক। দু’জনের অনুরাগীর সংখ্যা প্রায় একে অপরকে টেক্কা দেওয়ার মতো। যদিও চলতি বছরে অন্য শিল্পীদের খানিক পিছনে ফেলে দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। এ বার তাঁর সঙ্গে বাগ্‌যুদ্ধে, বলা ভাল, ব্লকযুদ্ধে নামলেন এপি ঢিলোঁ। সম্প্রতি নিজের এক অনুষ্ঠানে এপি দাবি করেন তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করেছেন দিলজিৎ। ব্লক খুলে দেওয়ার অনুরোধ করেন তিনি। পাল্টা উত্তর আসে দিলজিতের তরফেও। তিনি জানান, এপিকে কখনওই ব্লক করেননি। তবু মানতে নারাজ এপি।

Advertisement

দিলজিৎ-অনুরাগীরা তাঁর উপর চড়াও হলে পাল্টা জবাব দেন এপি। ছাড়ার পাত্র নন দিলজিৎও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এপি ঢিলোঁ একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, তাঁর এক অনুরাগী তাঁকে দিলজিতের প্রোফাইলের লিঙ্ক পাঠিয়েছেন। কিন্তু সেটা কিছুতেই খুলছে না। সেই ভিডিয়োতে তিনি লেখেন, ‘আগে।’ সঙ্গে পঞ্জাবিতে লেখেন, ‘দিলজিতের ভক্তরা জানেন না বোধহয় যে চাইলে আবার আনব্লক করা যায়।’ তার পরই চণ্ডীগড়ের কনসার্টে দিলজিতের উদ্দেশে ব্লক খুলে দেওয়ার বার্তা দেন এপি। তার পর ফের একটি ভিডিয়ো পোস্ট করে এপি লেখেন, ‘পরে’ সঙ্গে হাসির ইমোজি। এ বার দিলজিতের প্রোফাইল দেখতে পাচ্ছেন এপি। এর পর গায়ক লেখেন, “জানি লোকজন আমায় ঘৃণা করবেন তবু সবার অন্তত জানা উচিত যে কোনটা সত্যি আর কোনটা নয়।” এপির এমন অভিযোগে দিলজিৎ উত্তর দিয়ে লেখেন, “আমার মতবিরোধ সরকারের সঙ্গে। অন্য কোনও শিল্পীর সঙ্গে নয়।” তবু যেন থামতে নারাজ এপি। তিনি আবার জানান, তিনি তাঁর অনুরাগীদের ভুল বোঝান না, এমনকি বিতর্কেও জড়াতে চান না। এ বার দিলজিৎ ফের কোনও উত্তর দেন কি না এপিকে, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement