Belashuru

Belashuru: ‘বেলাশুরু’র প্রথম গানে মুগ্ধ অনুপমের মা! ‘সোহাগে আদরে’ গুনগুন করছেন মধুরিতা

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত তিনটি গানে অনুপম। ‘বেলাশেষে’, ‘পোস্ত’, ‘বেলাশুরু’। শুরুটা কী ভাবে হয়েছিল? গায়কের কথায়, ‘‘ঘরে বাইরে’র মুক্তির ৩০ বছর পরে ২০১৫-য় সৌমিত্রবাবু-স্বাতীলেখাদিকে আবার বড় পর্দায় ফিরিয়ে এনেছিলেন পলিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ‘বেলাশেষে’ ছবিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১০:২৬
Share:

অনুপম রায়

মুক্তির আগেই জয়যাত্রায় ‘বেলাশুরু’। ২৯ মার্চ মুক্তি পেয়েছে অনুপম রায়ের গাওয়া গান ‘আদরে সোহাগে’। মাত্র ২০ ঘণ্টায় সেই গান শুনে ফেলেছেন ১৫০ হাজার দর্শক-শ্রোতা। ১০ দিনে সেই গানের শ্রোতার সংখ্যা ১০ লক্ষ!

আনন্দবাজার অনলাইনকে অনুপম জানিয়েছেন, ‘বেলাশুরু’র প্রথম গান তাঁর মা-বাবারও ভাল লেগেছে। সুযোগ পেলেই কাজের ফাঁকে নাকি গুনগুন করছেন মা মধুরিতা! যা অনেক বড় প্রাপ্তি জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর কাছে।

Advertisement

এই নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত তিনটি গানে অনুপম। ‘বেলাশেষে’, ‘পোস্ত’, ‘বেলাশুরু’। শুরুটা কী ভাবে হয়েছিল? গায়কের কথায়, ‘‘ঘরে বাইরে’র মুক্তির ৩০ বছর পরে ২০১৫-য় সৌমিত্রবাবু-স্বাতীলেখাদিকে আবার বড় পর্দায় ফিরিয়ে এনেছিলেন পলিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ‘বেলাশেষে’ ছবিতে। সেই ছবিতে আমার ‘জার্নি সং’ ছিল। দুই বর্ষীয়ান অভিনেতাকে ঘিরে ‘ও ভাবে কেন ডাক আমাকে’ও তুমুল জনপ্রিয়। সেই ছবি থেকেই আমিও যেন কিংবদন্তি অভিনেতার সঙ্গে বাঁধা পড়ে গেলাম।’’

‘বেলাশুরু’র প্রথম গান আক্ষরিক অর্থে ‘জার্নি সং’ নয়। ভালবাসার হাত ধরে জীবনের চড়াই-উৎরাই পেরনোর গল্প। অনুপমের মনে পড়ছে, ২০১৯-এ ছবির গানের শ্যুট। অবসরে শান্তিনিকেতনে দেদার আড্ডা। ২০২০-তে ছবি-মুক্তির কথা ছিল। অতিমারিতে সে সব পিছিয়ে দু’বছর। তার পরেও দর্শকমনে ছবি ঘিরে একই উন্মাদনা। মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই বাঙালি শ্রোতা যেন দিন গুনছেন। তাঁর গান শুনছেন সমাদরে। এক জন শিল্পী এর থেকে বেশি আর কী চাইতে পারেন!

Advertisement

৯ এপ্রিল সামনে আসছে দ্বিতীয় গান ‘টাপা টিনি’। যদি সাফল্য, জনপ্রিয়তার নিরিখে এগিয়ে যায় অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গান? অনিশ্চয়তায় ভুগছেন অনুপম? হাসিমাখা ছোট্ট জবাব, ‘‘অনিন্দ্যদার গান শুনে বড় হয়েছি। তাঁর সঙ্গে রেষারেষির কোনও ইচ্ছেই নেই। আমার বা অনিন্দ্যদার বলে নয়, ছবির প্রতিটি গান ব্লকবাস্টার হোক। তবেই আমরা শিল্পীরা সার্থক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement