হাসপাতালে স্নেহা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
স্নেহা উল্লাল। বলিউডের এই নায়িকাকে ২০০৫-এ বড়পর্দায় দেখেছিলেন দর্শক। সে বছর মুক্তি পাওয়া ‘লাকি নো টাইম ফর লভ’ ছবিতে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল স্নেহাকে।
প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এ খবর সোশ্যাল ওয়ালে নিজেই জানিয়েছেন স্নেহা। তিনি লিখেছেন, ‘জীবনে প্রথমবার হাসপাতালে ভর্তি হলাম। খুব জ্বর হয়েছিল। সঙ্গে অন্যান্য সমস্যাও ছিল। খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম। চিকিত্সার পর এখন একটু ভাল আছি। তবে বিশ্রাম নিতে হবে। সেটা খুব বিরক্তিকর। কবে কাজে ফিরব, সেটাই ভাবছি।’’ তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নায়িকা, এ খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর অনুরাগীদের একাংশ।
স্নেহাকে নাকি ঐশ্বর্যা রাই বচ্চনের মতো দেখতে। বলি মহলে অনেকেই বলেন এ কথা। ‘ক্লিক’, ‘আরিয়ান’, ‘বেজুবা ইশক’-এর মতো বেশি কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন স্নেহা। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর ছবির সংখ্যা অনেক বেশি।
আরও পড়ুন, নিজের চেহারার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিদ্যা!
A post shared by Sneha Ullal (@snehaullal) on
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)