Udit Narayan controversy

চুম্বন-কাণ্ডের মাঝেই প্রথম স্ত্রীর সঙ্গে আইনি জটিলতা! কত টাকা খোরপোশ নিয়ে সমস্যায় উদিত নারায়ণ?

গায়কের বিরুদ্ধে তাঁর প্রথম স্ত্রী রঞ্জনা ঝা খোরপোশ সংক্রান্ত অভিযোগ এনেছেন। প্রাক্তন স্ত্রীর অভিযোগ, তাঁকে তাঁর অধিকার ও সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬
Share:
Singer Udit Narayan is again in legal trouble regarding alimony of ex wife after his kiss controversy

আইনি জটিলতায় উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত।

অনুষ্ঠানে প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে পড়েছিলেন। সেই বিতর্কের মধ্যেই এ বার আইনি বিপাকে উদিত নারায়ণ। গায়কের বিরুদ্ধে তাঁর প্রথম স্ত্রী রঞ্জনা ঝা খোরপোশ সংক্রান্ত অভিযোগ এনেছেন। প্রাক্তন স্ত্রীর অভিযোগ, তাঁকে তাঁর অধিকার ও সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বিহারের সুপৌল পারিবারিক আদালতে ২১ ফেব্রুয়ারি হাজিরা দিয়েছিলেন উদিত। কিন্তু তিনি এই ঘটনার মীমাংসা করতে রাজি হননি।

Advertisement

রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উদিত। তাঁর দাবি, রঞ্জনা নাকি তাঁর থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এর আগেও একই বিষয়ে বিপাকে পড়েছিলেন গায়ক। বিহারের মহিলা কমিশনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তখন দুই পক্ষই মীমাংসার পথে হেঁটেছিলেন।

সেই মামলার রিপোর্ট থেকে জানা যায়, আগে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা। এ ছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন তিনি। তার সঙ্গে এক কোটি টাকার একটি বাড়িও দিয়েছিলেন। পরে বিহার মহিলা কমিশন জানতে পারে, ২৫ লক্ষ টাকার গয়নাও রঞ্জনাকে দিয়েছিলেন উদিত। সেই গয়না বিক্রি করে দেন রঞ্জনা।

Advertisement

তবে এখানেই শেষ নয়। আইনজীবীর মাধ্যমে রঞ্জনা জানিয়েছিলেন, জীবনের বাকি দিনগুলো উদিতের সঙ্গেই কাটাতে চান তিনি। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই প্রাক্তন স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমকে রঞ্জনা এ-ও জানান, তিনি মুম্বই গেলে তাঁর পিছনে দুষ্কতীদের পাঠানো হয়।

১৯৮৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন উদিত ও রঞ্জনা। খ্যাতি পাওয়ার পরে নাকি স্ত্রীকে ছেড়ে চলে যান উদিত। তার পর থেকে নিজের অধিকারের জন্য লড়াই করছেন বলে দাবি রঞ্জনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement