Iman Chakraborty

আচমকা চুলোচুলি! ‘এ কেমন ভালবাসা’? প্রশ্ন খোদ ইমনের

খুনসুটি সামনে আসতেই চোখ কপালে সবার! এ কার চুল ধরে টানছেন ইমন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ২৩:০৭
Share:

ইমন চক্রবর্তী।

বিয়ের এক মাস কাটতে না কাটতেই নীলাঞ্জন ঘোষ, ইমন চক্রবর্তীর চুলোচুলি শুরু? শিরোনাম পড়ে নির্ঘাৎ তাই-ই ভেবেছেন! একেবারেই তা নয়। চুলোচুলি হয়েছে অবশ্যই। এবং সেই লড়াইয়ে ইমনও ছিলেন। তবে সেটি হয়েছে বন্ধু, সহশিল্পী নীলয় সেনগুপ্তের সঙ্গে। বন্ধুত্বের মিষ্টি খুনসুটি সামনে আসতেই চোখ কপালে সবার! এ কার চুল ধরে টানছেন ইমন?

Advertisement

ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কালা পানি’র বিখ্যাত গান ‘আচ্ছা জি ম্যায় হারি...’। গানের তালে একদম মধুবালার ভঙ্গিমায় দুষ্টুমি শুরু ইমনের। কালো, হাতকাটা কুর্তি পরে পাশে বসে ‘দেবানন্দ’রূপী নীলয়। আশা ভোঁসলের কণ্ঠ শেষ হতেই মুখ ফেরালেন তিনি। রাগে গরগর করতে করতে মহম্মদ রফির কণ্ঠে পাল্টা জবাব দিতে দিতেই ইমনের চুল ধরে হ্যাঁচকা টান। ব্যস, নিমেষে সব ভালবাসা উধাও। ইমনও ছেড়ে দেওয়ার পাত্রী নন। নীলয়ের লম্বা চুল ধরতেই শুরু চুলোচুলি।
গান শেষ হতেই চুলোচুলি বন্ধ। হেসে গড়িয়ে পড়েছেন ২ জনেই। অনুরাগীরাও দারুণ উপভোগ করেছেন ছদ্ম মারপিট। সেই ভিডিয়ো সারা দিন ধরে ঘুরছে নেট মাধ্যমে। সেখানেই ইমনের মজার ক্যাপশন, ‘এ কেমন ভালবাসা’?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement