Singer Armaan Malik

শ্রোতারা জানেন কি, তাঁদের প্রিয় গায়করা পারিশ্রমিকই পান না! দাবি আরমানের

আরমানের পরিবারে বলিউডের ছবি ও গানের সঙ্গে যুক্ত থাকার ইতিহাস রয়েছে। যদিও নিজের আলাদা অস্তিত্ব গড়ে তুলতে চান তিনি। মৌলিক গান তৈরি করা এবং নিজস্ব শ্রোতাদের ভালবাসা অর্জনই তাঁর লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১২ মে ২০২৩ ২০:২৯
Share:

আরমান সিদ্ধান্ত নেন প্লে ব্যাক আর নয়, নিজের গানেই মন দেবেন। —ফাইল চিত্র

বলিউডের রাজনীতি নিয়ে মুখ খুললেন গায়ক তথা গীতিকার আরমান মালিক। ইন্ডাস্ট্রি থেকে কেন দূরে থাকেন, জানালেন সে কথাও। আরমানের দাবি, যোগ্য পারিশ্রমিক পাবেন না জেনেও কাজ করে চলেছেন এ কালের বলিউডের গায়করা। কিন্তু তিনি তা মানতে পারবেন না। কোনও কারণ ছাড়াই বিভিন্ন প্রকল্প থেকে গায়কদের চুক্তি বাতিল করার প্রবণতা নিয়েও সমালোচনা করলেন ‘বোল দো না জ়রা’র জনপ্রিয় গায়ক আরমান।

Advertisement

সম্প্রতি রাজ শামানির পডকাস্ট অনুষ্ঠানে মন খুলে কথা বলতে শোনা যায় আরমানকে। বললেন, “এত বার প্রত্যাখ্যাত হয়েছি যে, আমার ভয় ধরে গিয়েছিল। কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পরও আমায় বাদ দেওয়া হয়েছে সিনেমার গান থেকে। বদলে অন্য কাউকে নেওয়া হয়েছে। জীবনটা নরক হয়ে গিয়েছিল আমার।”

এর পরই আরমান সিদ্ধান্ত নেন, প্লে ব্যাক আর নয়, নিজের গানেই মন দেবেন। নিউ জ়িল্যান্ডে গিয়ে মন ঠিক করে আসেন তিনি। নিজেকে কিছু দিন সময় দেন। তিক্ততা দূর করেন শরীর-মনের। আরমানের কথায়, “বলিউডের বহু গান আমার গাওয়ার কথা ছিল। আমায় পরে সরানো হয়েছে। সন্দেহ জাগছিল, আমি কি এত খারাপ গাই? সেটা হলে আমি মেনে নিতাম। পরে বুঝলাম বিষয়টা অন্য।”

Advertisement

আরমানের দাবি, ইন্ডাস্ট্রির কুটিল রাজনীতির শিকার হয়েছেন তিনি, যা মেনে নিতে চান না আর। সেই পরিবেশ থেকে দূরে এসে ভাল আছেন। আরও জানান, গায়কদের এত কম পারিশ্রমিক দেয় বলিউড, যে সেই টাকায় কাজ করারই কথা নয়। কিন্তু ভালবাসা থাকে গানের প্রতি, কাজের প্রতি, তাই শিল্পীরা করে দেন। আরমান বলেন, “শিল্পীদের আসল উপার্জন হয় লাইভ শো থেকে, নিজস্ব অনুষ্ঠান থেকে। বলিউডে গেয়ে পেট চালানো যায় না। সুরকাররাও টাকা পান না। স্ট্রিমিংয়ের লাভের অঙ্ক চলে যায় অন্য জায়গায়। অনেকেই জানেন না এই ভিতরের গল্প। শ্রোতারা জানেন না যে, তাঁদের প্রিয় শিল্পীরা উপযুক্ত পারিশ্রমিক পান না।”

আরমানের পরিবারে বংশ পরম্পরায় বলিউডের ছবি ও গানের সঙ্গে যুক্ত থাকার ইতিহাস রয়েছে। যদিও নিজেকে সরিয়ে নিয়ে আলাদা অস্তিত্ব গড়ে তুলতে চান তিনি। মৌলিক গান তৈরি করা এবং নিজস্ব শ্রোতাদের ভালবাসা অর্জনই তাঁর লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement