Arijit Singh

Arijit Singh: করোনা রুখতে গ্রামের মানুষের পাশে ‘সিংহ’ অরিজিৎ

যেমন কথা, তেমন কাজ। রবিবার অনলাইনে গানের অনুষ্ঠান করলেন অরিজিৎ। ফেসবুক এবং ‘গিভ ইন্ডিয়া’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ২৩:২৭
Share:

অরিজিৎ সিংহ।

কথা দিয়ে কথা রেখেছেন অরিজিৎ সিংহ। করোনা আবহে গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করবেন বলেছিলেন। সেখান থেকে যা আয় হবে, তা সবটাই গ্রামের চিকিৎসার উন্নয়নে দান করবেন বলে জানিয়েছিলেন তিনি।

Advertisement

যেমন কথা, তেমন কাজ। রবিবার অনলাইনে গানের অনুষ্ঠান করলেন অরিজিৎ। ফেসবুক এবং ‘গিভ ইন্ডিয়া’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন তিনি।

এই অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দিয়ে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কিনবেন গায়ক। এই অতিমারি কালে মানুষকে সেগুলির অভাবে যাতে না ভুগতে হয়, সেই জন্যই মূলত এই পরিকল্পনা করেছেন। মুর্শিদাবাদে নিজের গ্রাম থেকেই ফেসবুকে লাইভ এসে প্রায় ২ ঘণ্টা গান গেয়েছেন তিনি। তাঁর এই পদক্ষেপের জন্য অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অরিজিৎকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement