Yami Goutam

Kangana-Vikrant: ইয়ামি গৌতমের বিয়ের ছবিতে মন্তব্য করায় বিক্রান্তকে চটি দিয়ে মারতে উদ্যত কঙ্গনা!

হিমাচল-কন্যা ইয়ামি গৌতমের বিয়ের ছবি দেখে কঙ্গনার বক্তব্য কী? বিক্রান্তের উপর ক্ষোভের কারণ কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ২২:৩১
Share:

বিক্রান্ত মাসে, ইয়ামি গৌতম এবং কঙ্গনা রানাউত।

অভিনেতা বিক্রান্ত মাসেকে ‘আরশোলা’ বলে অপমান করলেন কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, চটি দিয়ে মারতে উদ্যত হলেন অভিনেত্রী। অভিনেতার অপরাধ কী? সদ্য বিবাহিত ইয়ামি গৌতমের ছবির তলায় মন্তব্য করেছিলেন। তাঁকে তুলনা করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু ‘রাধে মা’-র সঙ্গে। মশকরা করছিলেন তাঁর সহকর্মীর সঙ্গে। কিন্তু কঙ্গনা ভাল মনে নিতে পারেননি সে মন্তব্য। আর তারই প্রমাণ ইয়ামির ছবির তলায় কঙ্গনা লিখলেন, ‘এই আরশোলাটা কোথা থেকে এল। আমার চটিটা দাও তো কেউ।’

Advertisement

৪ জুন ছোট অনুষ্ঠান করে বিয়ে সারলেন দক্ষিণী এবং হিন্দি ছবির অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের ছবি পোস্ট করে নব দম্পতি লিখেছেন, ‘২০১৯-এর প্রেম পরিণতি পেল ২০২১-এ। সবার আশীর্বাদ, শুভেচ্ছা চাই। ঘরোয়া অনুষ্ঠানে ২ পরিবারের উপস্থিতিতে আমরা এক হলাম।’

বিক্রান্তকে আক্রমণ কঙ্গনার

ইয়ামি গৌতম তার পর দিন থেকে গোটা অনুষ্ঠানের ছবি একে একে পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রামে। হিমাচল-কন্যার সেই সব ছবি দেখে খুশি আর এক হিমাচল-কন্যা কঙ্গনা। ‘স্বর্গীয়’ মনে হয়েছে তাঁর। কিন্তু বিয়ের আগের একটি ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে, ইয়ামির দু’হাতে সোনার ভারি অলঙ্কার ঝুলছে। মুখে তাঁর হাসি। আয়ুষ্মান খুরানা সেই ছবি দেখে মজা করে লিখেছেন, ‘জয় মাতা দি গান শুনতে পাচ্ছি যেন।’ কিন্তু বিক্রান্তের এই তুলনা মেনে নেননি কঙ্গনা। তাই তাঁকে ‘আরশোলা’-র সঙ্গে তুলনা করে চটি দিয়ে মারার হুমকি দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement