Anurag Basu

Anurag-Simron: ফের বাংলার বলিউড যোগ, অনুরাগ বসুর টিমে ‘কে আপন কে পর’-এর ‘কোয়েল’

স্টার জলসায় টানা ৪ বছর ধরে ‘কে আপন কে পর’ চলেছিল। দর্শকমহলে প্রচণ্ড জনপ্রিয়ও হয়েছিল ধারাবাহিকটি। সেখানে দুই কেন্দ্রীয় চরিত্র ‘জবা’ আর ‘পরম’-এর মেয়ে হয়েছিলেন ‘কোয়েল’ ওরফে সিমরন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:১১
Share:

অনুরাগের একটি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন সিমরন উপাধ্যায়।

আনন্দে হাওয়ায় ভাসছেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকের ‘কোয়েল’ ওরফে সিমরন উপাধ্যায়। অভিনেত্রী স্বপ্নেও ভাবেননি, মু্ম্বইয়ে পা রেখেই অনুরাগ বসুর পরিচালনায় অভিনয়ের সুযোগ পাবেন। তাঁর সেই স্বপ্নই সত্যি। বলিউড সংবাদমাধ্যমের খবর, অনুরাগের একটি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন ‘কোয়েল’। সিমরনের দাবি, ‘‘অডিশন দিয়ে বহু জনের মধ্যে থেকে আমাকে বেছে নেওয়া হয়েছে।’’ একটি নামী সংস্থার বিজ্ঞাপনে দেখা যাবে তাঁকে।

স্টার জলসায় টানা ৪ বছর ধরে ‘কে আপন কে পর’ চলেছিল। দর্শকমহলে প্রচণ্ড জনপ্রিয়ও হয়েছিল ধারাবাহিকটি। সেখানে দুই কেন্দ্রীয় চরিত্র ‘জবা’ আর ‘পরম’-এর মেয়ে হয়েছিলেন ‘কোয়েল’ ওরফে সিমরন। যে মেজাজি, মাদকাসক্ত হলেও পরের দিকে নিজের জীবনকে গুছিয়ে নেয়। পর্দার মায়ের পথে হেঁটে ওকালতি নিয়ে পড়াশোনা করে। একাধিক আঞ্চলিক ভাষাতেও এই ধারাবাহিকটি তৈরি হয়েছে।

Advertisement

অনেক ছোট থেকেই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন সিমরন। ছোট পর্দার বেশ কিছু শো-তে তাঁকে দেখাও গিয়েছে। বাংলায় সফল হওয়ার পরেই সিমরন নিজের ভাগ্য যাচাই করতে সদ্য পা রেখেছেন টিনসেল টাউনে। আগামী দিনেও কি তিনি মুম্বইয়ে থেকেই কাজ করতে চান? এই প্রশ্নের আপাতত কোনও জবাব মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement