Sidharth Malhotra

বিয়ে চুকতেই কর্ণের অফিসে সিদ্ধার্থ, কথা মতোই কাজ শুরু সিনেমার? কিয়ারাই কি নায়িকা হবেন?

কর্ণ জোহরই সিড-কিয়ারার বিয়েতে আসর মাতিয়েছেন। তারকা জুটির দু’জনেই তাঁর স্নেহভাজন ইএবং অত্যন্ত কাছের। তাই বিয়েতে বিশেষ উপহার দেওয়া কর্ণের দায়িত্ব ছিল। কী সেই উপহার?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৬
Share:

কথা মতো বিয়ের পরই কাজ শুরু করলেন সিদ্ধার্থ। বুধবার তাঁকে দেখা গেল মুম্বইয়ে ‘ধর্ম প্রোডাকশন’-এর অফিসের সামনে। ছবি: সংগৃহীত।

বিয়ে, বৌভাত চুকতেই কাজে ফিরলেন সিদ্ধার্থ মলহোত্র। মুম্বইয়ে ‘ধর্ম প্রোডাকশন’-এর অফিসের সামনে তাঁকে দেখা গেল বুধবার। এত দিন ধরে তাঁকে বরবেশে দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল অনুরাগীদের চোখ। এ বার আবার পেশাদার পোশাকে। আকাশি নীল শার্ট আর সবুজ ট্রাউজ়ারে আলোকচিত্রীদের সামনে অন্য ভাবে পোজ় দিলেন সিদ্ধার্থ। চোখে তুলে নিলেন কালো রোদচশমা। পাশে দাঁড়ানো পরিচালক শশাঙ্ক খৈতানকেও গভীর আলোচনা করতে দেখা গেল তাঁর সঙ্গে। কবে আসছে নতুন ছবি? প্রেমের না অ্যাকশন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement

সপ্তাহখানেক আগেই বলিপাড়ায় বিয়ের সানাই বেজেছে। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদ সেজে উঠেছিল দুই বলি তারকার জন্য। সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ এবং কিয়ারা আডবাণী। বিয়ে উপলক্ষে দুই পক্ষের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন টিনসেল নগরীর নক্ষত্ররা। তবে কর্ণ জোহরই আসর মাতিয়েছেন মূলত। বরযাত্রীতে তিনি এত নেচেছেন যে, বাকি তারকারা নাচ থামিয়ে তাঁকেই নাকি দেখছিলেন। সে এক মজার পর্ব! সিড-কিয়ারা দু’জনেই যে তাঁর স্নেহভাজন এবং অত্যন্ত কাছের। তাই বিয়েতে বিশেষ উপহার দেওয়া তাঁর দায়িত্ব ছিল।

কর্ণ তাঁর পরবর্তী তিনটি ছবিতে নায়ক-নায়িকা হিসাবে সিদ্ধার্থ এবং কিয়ারার জুটিকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়েতে এটাই কর্ণের দেওয়া উপহার।

Advertisement

কানাঘুষো শোনা যাচ্ছে যে, তিনটি ছবিই হতে চলেছে রোম্যান্টিক কমেডি ঘরানার। বরুণ ধওয়ান এবং আলিয়া ভট্ট যেমন কর্ণের ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’, ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’র মতো ছবিতে অভিনয় করেছিলেন, সেই ধরনের তিনটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিড-কিয়ারাকেও।

কথা মতো বিয়ের পরই কাজ শুরু হল। সিদ্ধার্থের পাশাপাশি কিয়ারাকেও শীঘ্রই কর্ণের প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনের অফিস থেকে বেরোতে দেখা যাবে, এমনই আশা সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement