শ্রেয়সের পা পড়েছিল ওম প্রতীকটি পেরিয়ে গিয়েই, প্রতীকের উপরে নয়। তবু অভিনেতা মনে করেছিলেন, ক্ষমা চেয়ে নেওয়া উচিত তাঁর। —ফাইল চিত্র
কখনওই কোনও রকম বিতর্কে জড়াননি অভিনেতা শ্রেয়স তলপড়ে। সম্প্রতি, হঠাৎ বিতর্কে এসে তাজ্জব করে দিলেন। এগারো বছর আগে মুক্তি পাওয়া এক ছবির দৃশ্যের জন্য সমাজমাধ্যমে নিজেই ক্ষমা চাইলেন তিনি। ছবির নাম ‘কামাল ধামাল মালামাল’। যার একটি দৃশ্য নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের মতো করে ব্যাখ্যা দিলেন শ্রেয়স।
কী ঘটেছিল? ছবিতে এমন এক দৃশ্য ছিল, যেখানে হাঁটতে হাঁটতে চলার গতি নির্দিষ্ট জায়গায় থেমে যায় অভিনেতার। সেখানে ছিল ‘ওম’ লেখা একটি প্রতীক। অভিনেতার কথায়, ‘‘ওই দৃশ্যে আমার সামনে ওম লেখা একটি স্টিকার ছিল। কেউ টুইট করেছিলেন যে, আমি আমার পা ওই চিহ্নের উপর রেখেছিলাম। ওই ছবিতে আমি একটি খ্রিস্টান ব্যক্তির চরিত্র করেছিলাম। আমি বুঝতে পারিনি, নির্দিষ্ট গতিতে চলার যে ছন্দ এসে গিয়েছিল, আমি ঠিক মতো তা থামাতে পারব কি না। সে দিকেই ছিল মনোযোগ। এটা অন্য ধরনের চাপ। আমি সত্যিই বুঝতে পারিনি।’’
যদিও অন্য একজন সমাজমাধ্যম ব্যবহারকারী নজরে এনেছিলেন যে, শ্রেয়সের পা পড়েছিল ওম প্রতীকটি পেরিয়ে গিয়েই, প্রতীকের উপরে নয়। তবু অভিনেতা মনে করেছিলেন, ক্ষমা চেয়ে নেওয়া উচিত তাঁর। তাঁর কথায়, ‘‘ক্ষমা চাইলে আমি ছোট হয়ে যাব না।’’ এটা ঠিকই যে, ‘ওম’-এর একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে। অনিচ্ছাকৃত ভাবে যা করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নেওয়াই ঠিক বলে আমার মনে হয়েছে।’’
হিন্দুদের কাছে এটি যে অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তা বুঝেই সাতচল্লিশ বছর বয়সি অভিনেতার মন্তব্য, ‘‘জনগণের ধর্মীয় আবেগকে আমি সম্মান করি, কারণ আমি নিজেও ধার্মিক। কোনও বিতর্ক সৃষ্টি করা আমার উদ্দেশ্য ছিল না।’’