বিষয়টা বুঝতে সমস্যা হল? আসলে গায়িকার মোমের মূর্তি তৈরি হল ভারতের প্রথম মাদাম তুসোর মিউজিয়ামে। এই মিউজিয়াম রয়েছে দিল্লিতে। চলতি বছরের জুলাইতে তা খুলে দেওয়া হবে সাধারণ দর্শকদের জন্য।
আরও পড়ুন, প্রসেনজিত্কে নিয়ে টুইট করলেন আমির খান
সূত্রের খবর, গান গাওয়ার ভঙ্গিতেই নাকি তৈরি হয়েছে শ্রেয়ার মূর্তি। ভারতের প্রথম গায়িকা হিসেবে এই নজির গড়লেন তিনি। সংবাদমাধ্যমে শ্রেয়া বলেছেন, ‘‘ইতিহাসের অংশ হতে পেরে ভাল লাগছে। এটা আমার কাছে সম্মানেরও। আসলে কনসেপ্টটাই অসাধারণ।’’ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মেগাস্টার অমিতাভ বচ্চন, মার্কিন পপস্টার লেডি গাগার পাশে রাখা হবে শ্রেয়ার মূর্তি।
আরও পড়ুন, জিমির সঙ্গে রঙিন যুদ্ধে মাতলেন প্রিয়ঙ্কা
মারলিন এন্টারটেনমেন্টস্ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর অনশুল জৈন বলেছেন, ‘‘দিল্লির মিউজিয়ামে শ্রেয়ার মূর্তি তৈরি করতে পেরে আমাদেরও খুব ভাল লাগছে। এখনকার জেনারেশনে শ্রেয়া একজন অসাধারণ গায়িকা। অনেকদিনের অনুরোধও ছিল এটা। আমরা আশা করছি এই মোমের মূর্তি দর্শকদের আকর্ষণের বিষয় হবে।’’