Kareena-Abhishek Video

জামাইবাবু হতে পারতেন অভিষেক, অনুষ্ঠানে দেখা হতে চোখ ঘুরিয়ে বিরক্তি প্রকাশ করলেন করিনা!

করিনাকে দেখতে পেয়ে অভিষেক এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। তবে করিনার প্রতিক্রিয়া নিমেষে ছড়িয়ে পড়ল নেটপাড়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৩
Share:

অভিষেককে দেখামাত্রই কোন প্রতিক্রিয়া দিলেন করিনা? ছবি: সংগৃহীত।

বলিউডে একই সঙ্গে পথচলা শুরু করেছিলেন অভিষেক বচ্চন ও করিনা কপূর খান। শুধু তা-ই নয়, পারিবারিক একটা সম্পর্কও রয়েছে বচ্চন ও কপূরদের। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল দু’জনের। অভিষেকের হাত থেকেই পুরস্কার নিলেন করিনা, কিন্তু তার পরই ঘটিয়ে ফেললেন এমন ঘটনা, যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement

কপূরদের সঙ্গে বচ্চনদের আত্মীয়তা দীর্ঘ দিনের। অভিষেক বচ্চনের দিদি শ্বেতা বচ্চনের শাশুড়ি সম্পর্কে করিনা কপূরের পিসি। এই সম্পর্ক আরও গভীর হতে পারত করিশ্মা কপূর ও অভিষেক বচ্চনের হাত ধরে। তেমনই কথা ছিল। বহু বছর আগে করিশ্মার সঙ্গে বাগ্‌দান সারেন অভিষেক। কিন্তু তাল কাটে আচমকা। ভেঙে যায় দুই তারকার সম্পর্ক। তার পর থেকে তাঁদের আর কোথাও দেখা যায়নি মুখোমুখি হতে।

অনেকগুলি বছর কেটে গিয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে করিশ্মার। অন্য দিকে ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের দীর্ঘ দাম্পত্য নিয়েও চলছে বিস্তর কাটাছেঁড়া। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করিনার সঙ্গে দেখা হল অভিষেকের। এগিয়ে এলেন অভিষেক, করিনাকে দেখে জড়িয়ে ধরলেন। তবে করিনার প্রতিক্রিয়া নিমেষে ছড়িয়ে পড়ল নেটপাড়ায়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক। তিনিই করিনার হাতে তুলে দেন পুরস্কার। প্রাথমিক ভাবে করিনাকে দেখে হাসেন অভিষেক। প্রত্যুত্তরে অভিবাদন জানান করিনাও। পুরস্কার দেওয়ার পর করিনাকে জড়িয়ে ধরেন অভিনেতা। কিন্তু তার পরেই যেন তাল কেটে যায়। ক্যামেরায় ধরা পড়ে করিনার অভিব্যক্তি। অভিষেকের দিক থেকে চোখ ঘুরিয়ে যেন খানিকটা মুখ বেঁকিয়ে নিলেন করিনা!

Advertisement

অনেকেই বলেন, করিনা নাকি নিজের অভিব্যক্তি লুকোতে পারেন না। যা মনে হয়, তা-ই ফুটে ওঠে তাঁর মুখে। এ বার অভিষেকের ক্ষেত্রেও তেমন কিছু ঘটল! না কি বেখেয়ালে এমনটা ঘটিয়ে ফেললেন বেবো— তা নিয়েই শুরু হয়েছে চর্চা। নেটাগরিকদের একাংশ অবশ্য বলাবলি করছেন, দিদির কারণেই নাকি এমন অভিব্যক্তি করিনার!

বেবোর ভাবভঙ্গি নিয়ে সকলেই তটস্থ থাকেন। শুধু মঞ্চে অভিষেকের সঙ্গেই নয়, ওই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লাল গালিচায় যেন কার উপর চটে গিয়েছিলেন করিনা। তাঁর বিরক্তির অভিব্যক্তি স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরায়।

২০০০ সালে জেপি দত্তের পরিচালনায় ‘রিফিউজি’ ছবিতে জুটি বেঁধেছিলেন করিনা কপূর ও অভিষেক বচ্চন। সেই অর্থে অভিষেক করিনার প্রথম নায়ক। তার পর ২০০৩ সালে ‘ম্যাঁয় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতেও তাঁদের দু’জনের দেখা মিলেছিল। তবে সে বার তাঁদের মাঝে ছিলেন হৃত্বিক রোশন। এর পর আর কোনও ছবিতে দেখা যায়নি অভিষেক-করিনাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement