তনুশ্রী চক্রবর্তী
অতিমারির কারণে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল ছবির কাজ। ছবির মুখ্য অভিনেতারা আউটডোরের জন্য রওনা দিয়েও ফিরে এসেছিলেন বিমানবন্দর থেকে। পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের ছবি ‘আবার বছর কুড়ি পরে’র শুটিং ফের শুরু হতে চলেছে। আগামী ১৮ জানুয়ারি শুরু হচ্ছে শুট, স্কুলের বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের দৃশ্য দিয়ে ছবির কাজ শুরু করবেন তনুশ্রী চক্রবর্তী। আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়রাও রয়েছেন ছবিতে। ছবিতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর ও অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ করার কথা ছিল। এখন তাঁর ডেটের সমস্যা হওয়ায় অভিষেকের জায়গায় কাস্টে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ।
চার ক্লাসমেটের না-বলা কথা, জমে থাকা গল্প নিয়েই শ্রীমন্ত তাঁর প্রথম ছবিটি তৈরি করছেন। ফ্ল্যাশব্যাকে ধরা হবে নব্বইয়ের দশকও। পরিচালকের কথায়, ‘‘গত বছর লকডাউনের জেরে শুটিং পিছিয়ে গিয়েছিল। অতিরিক্ত সময় পাওয়ায় চিত্রনাট্য আরও একটু ঘষামাজার সুযোগ পেয়েছি।’’ মুম্বইবাসী পরিচালক জানালেন, শুটিংয়ের জন্য উত্তরবঙ্গের কয়েকটি অপেক্ষাকৃত অচেনা লোকেশন বেছে নেওয়া হয়েছে।