tapas paul

‘বাঁশি’-তে তাপস পালের কণ্ঠস্বর দেবেন শোভন কামিলা

তাপস পালের মতো ব্যক্তিত্বের জন্য কণ্ঠ দিয়েছেন আজও শোভনের কাছে স্বপ্নের মতো।

এ বারে ফাল্গুনে ‘বাঁশি’ বড় নিদারুণ সুরে বেজে উঠবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ১৪:৩০
Share:
Advertisement

তিনি কি ভেবেছিলেন মৃত্যুর পর তাঁর বাচনভঙ্গি থেকে সংলাপের আদবকায়দা কেউ শিখে নেবে? তাঁর শেষ ছবি ‘বাঁশি’-তে কণ্ঠ দেবেন?

খোদ কলকাতা শহরেই এমন এক জন রয়েছেন, যাঁর সঙ্গে তাপস পালের কণ্ঠস্বর মিলে গেল হুবহু। শোভন কামিলা এত দিন অ্যানিমেটেড ছবিতে ডাবিং-এর কাজ করে এসেছেন। তিনি ‘চার্বাক’ নাট্যগোষ্ঠীর ওতপ্রোত ভাবে জড়িত। সেই সুবাদে অভিনয়টাও তাঁর জানা।

Advertisement

আনন্দবাজার ডিজিটালকে শোভন কামিলা বললেন, “কোনও দিন ভাবিইনি তাপস পালের মতো অভিনেতার গলায় আমাকে কথা বলতে হবে। পরিচালক তুহিন সিংহ আমাকে এই প্রস্তাবটা দেন। তাপস পালের শেষ ছবি ‘বাঁশি’র জন্য।”

তাপস পালের মতো ব্যক্তিত্বের জন্য কণ্ঠ দিয়েছেন আজও শোভনের কাছে স্বপ্নের মতো। তাপস পাল ছাড়াও ওই ছবিতে রয়েছেন, অভিষেক চট্টোপাধ্যায়, দেবিকা মুখোপাধ্যায় এবং দেবাশিস গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করছেন অমিত মিত্র। এ বারে ফাল্গুনে ‘বাঁশি’ বড় নিদারুণ সুরে বেজে উঠবে।

Advertising
Advertising

সম্পূর্ণ খবরটি পড়তে ক্লিক করুন: ‘ভাবিনি কখনও তাপস পালের গলায় কথা বলতে হবে’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement