Raj Kundra

Raj Kundra: পর্ন-কাণ্ডে প্রায় দু’মাস পরে জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে ছাড়া হল পর্ন-কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে। কেবল রাজ নন, তাঁর সহযোগী রায়ান থর্পকেও জামিন দেওয়া হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৫
Share:

জামিনে মুক্ত রাজ

দু’মাস পর জামিন পেলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে ছাড়া হল পর্ন-কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে। কেবল রাজ নন, তাঁর সহযোগী রায়ান থর্পকেও জামিন দিল মুম্বই আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ কারাগার থেকে মুক্তি পেতে পারেন রাজ।

Advertisement

গত শনিবার জামিনের আবেদন করেছিলেন রাজ। তাঁর দাবি ছিল, তাঁকে ফাঁসানো হচ্ছে। তা ছাড়া সেই আবেদনে বলা হয়েছে, রাজ যে পর্ন বানানোর সঙ্গে যুক্ত, তার কোনও প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই।

গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার জন্য রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। অভিযোগ তোলা হয়েছিল, পর্ন বানিয়ে ‘হটশটস’ এবং ‘বলিফেম’ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

Advertisement

গত ১৫ সেপ্টেম্বর এই মামলায় ১ হাজার ৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সেই চার্জশিটে রাজের শ্যালক প্রদীপ বক্সীর নামও উল্লেখ করা হয়েছিল। সেখানে শিল্পার বয়ানে লেখা হয়েছিল, ‘‘কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সে সব খবর রাখতাম না।’’ শিল্পা ছাড়া রাজের আরও কয়েক জন কর্মী তাঁর বিরুদ্ধে বয়ান দিয়েছেন পুলিশের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement