Social Media

Raj Kundra: সোশ্যাল মিডিয়া ছাড়লেন রাজ কুন্দ্রা

দীপাবলি উপলক্ষে ছেলে ভিয়ানের সঙ্গে কেনাকাটা করতেও বেরিয়েছেন তিনি। শিল্পার পোস্টে থাকছে না রাজের ছবি বা তাঁকে ঘিরে মন্তব্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ০৫:২৬
Share:

রাজ কুন্দ্রা

ইনস্টাগ্রাম ও টুইটার থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাই মাসে পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেফতার হন রাজ। সেপ্টেম্বরে জামিন মঞ্জুর হয় তাঁর। কিন্তু পর্নকাণ্ডে নাম জড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় চুপ করে যান রাজ। আগে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। নানা রকমের ভিডিয়ো দেওয়া থেকে শুরু করে সপরিবার ছুটি কাটানোর ছবিও পোস্ট করতেন। কিন্তু গত তিন-চার মাস ধরে কোনও পোস্ট ছিল না তাঁর। অন্য দিকে, শিল্পা এখনও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। দীপাবলি উপলক্ষে ছেলে ভিয়ানের সঙ্গে কেনাকাটা করতেও বেরিয়েছেন তিনি। শিল্পার পোস্টে থাকছে না রাজের ছবি বা তাঁকে ঘিরে মন্তব্য। দার্শনিক উদ্ধৃতি থেকে সাহস সঞ্চয় করে কঠিন সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement