shilpa shetty

Shilpa Shetty: শিল্পার জবাব

পর্নোগ্রাফি কাণ্ডে জামিনে মুক্ত রয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় শিল্পার নানা ছবি, ভিডিয়ো বুঝিয়ে দেয়, তিনি ওই ঘটনার ছায়া থেকে বেরোতে চান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ০৬:৫৬
Share:

শিল্পা-রাজ।

বিতর্ক থামছে না শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে। পর্নোগ্রাফি মামলা থেকে স্বস্তি পেতে না পেতেই আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে শিল্পা ও রাজের বিরুদ্ধে। পুণের এক ব্যবসায়ী নীতিন বরাই দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন শিল্পা, রাজ এবং কাসিফ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বান্দ্রা পুলিশ স্টেশনে ১৩ নভেম্বর এঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, ২০১৪ সালে রাজ, শিল্পা এবং কাসিফ খান একটি ফিটনেস স্কিমে বিনিয়োগ করতে বলেন তাঁকে। তিনি বিনিয়োগ করলেও, কোনও রিটার্ন পাননি। টাকা চাইলে তাঁকে হুমকিও দেওয়া হয়। শিল্পা এই অভিযোগের জবাব দিয়েছেন টুইটারে। তিনি লিখেছেন, ‘‘আমি গত ২৪ বছর ধরে পরিশ্রম করে চলেছি। কষ্ট হয় যখন দেখি, নানা ছুতোয় আমার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’’

Advertisement

শিল্পা তাঁর পোস্টে ওই ব্যক্তির করা সব অভিযোগ ভ্রান্ত বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘‘আমি বা রাজ ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম না। ওটি কাসিফ খানের সংস্থা, সব লেনদেন ওঁর সঙ্গেই হত। আমরা কারও কাছ থেকে কোনও টাকা নিইনি।’’

পর্নোগ্রাফি কাণ্ডে জামিনে মুক্ত রয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় শিল্পার নানা ছবি, ভিডিয়ো বুঝিয়ে দেয়, তিনি ওই ঘটনার ছায়া থেকে বেরোতে চান। সম্প্রতি রাজ ও শিল্পা হিমাচল প্রদেশের এক মন্দিরে গিয়েছিলেন। সেপ্টেম্বর মাসের পর সেখানেই রাজকে প্রথম প্রকাশ্যে দেখা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement