রাজ-শুভশ্রীর বাড়িতে কেন শিবপ্রসাদ-নন্দিতা?

কী বললেন রাজ?

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৪:৫০
Share:

বাঁ দিক থেকে নন্দিতা-শিবপ্রসাদ-শুভশ্রী-রাজ।

রাজ-শুভশ্রীর বাড়িতে কেন শিবপ্রসাদ-নন্দিতা? ইন্ডাস্ট্রিতে জল্পনা তুঙ্গে।
গুজব রটেছে রাজ-শুভশ্রী উইনডোজের ব্যানারে এ বার কাজ করবেন। কেউ বলছেন শিবপ্রসাদ কি রাজের ছবিতে অভিনয় করবেন?
বিষয়টা কী?
অভিমান ছিল শুভশ্রীর। বিয়েতে শিবপ্রসাদ ও নন্দিতার না আসার অভিমান।
‘‘আমরা রাজ-শুভশ্রীর বিয়েতে যেতে পারিনি। ছবির প্রিমিয়ার ছিল। অনেক দিন ধরেই যাব যাব করে যাওয়া হচ্ছে না। শুভশ্রীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে হঠাৎ সময় ঠিক হল। তাই চলে গেলাম।দারুণ সন্ধে কাটালাম। এইটুকুই...।’’ফোনে আনন্দবাজার ডিজিটালকে বললেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ইন্ডাস্ট্রি এই সাক্ষাৎ নিয়ে নানা জল্পনার জাল বুনছে।
রাজ কি কাজ করবেন উইনডোজের সঙ্গে?
কী বললেন রাজ?

Advertisement

আরও পড়ুন-বিয়ের পরের দিনই অসুস্থ দীপঙ্কর দে, ভর্তি আইসিইউতে

‘‘এটা কোনও ছবির মিটিং নয়। নিছক আড্ডা। ইন্ডাস্ট্রির মানুষ যখন আড্ডা দেয় ছবি নিয়ে সারাক্ষণ কথা বলে না। তবে উইনডোজের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহ আছে। থাকবেও। শিবুও চেয়েছে। কিন্তু সে দিন জাস্ট আড্ডা হয়েছে। আমরা আমাদের মায়ের কথা শেয়ার করছিলাম।’’
শুভশ্রীর সঙ্গেও উইনডোজের বন্ধুতার সম্পর্ক। পাভেলের মতো নতুন পরিচালকের সঙ্গে শিবপ্রসাদের কথাতেই ‘রসগোল্লা’-য় কাজ করতে রাজি হয়ে যান শুভশ্রী।
সেই বন্ধুতার সূত্র ধরেই রাজ-শুভশ্রীর বাড়িতে রাতের আড্ডায় মেতেছিলেন শিবপ্রসাদ-নন্দিতা-জিনিয়া।
দুই পরিচালকের বন্ধুতা হয়তো আগামী দিনে কোনও নতুন সৃষ্টির জন্ম দেবে!

Advertisement

আরও পড়ুন-প্রকাশ্যে এল দীপিকার মালতী হয় ওঠার প্রস্থেটিক মেকআপের সম্পূর্ণ ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement