Shibani Dandekar

অঙ্কিতার ঘৃণাই রিয়াকে দোষী করে তুলেছে: শিবানী দন্ডেকর

অঙ্কিতা বুধবার ইনস্টাগ্রামে লেখেন, রিয়ার প্রতি তাঁর মনোভাবের জন্য অনেকেই তাঁকে ‘সতীন’ বলে ভাবছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪২
Share:

গ্রাফিক: তিয়াসা দাস

যাঁরা তাঁকে ‘হেটারস’ আখ্যা দিয়েছেন সেই নেটাগরিকদের উদ্দেশে ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে।

Advertisement

অঙ্কিতা বুধবার ইনস্টাগ্রামে লেখেন, রিয়ার প্রতি তাঁর মনোভাবের জন্য অনেকেই তাঁকে ‘সতীন’ বলে ভাবছেন। তাঁরাই রিয়ার সমর্থনে গলা ফাটাচ্ছেন। এই নেটাগরিকদের কাছে সরাসরি প্রশ্ন তাঁর, কী করে তাঁরা এমন এক মানুষকে সমর্থন করছেন যিনি তাঁর অবসাদগ্রস্ত প্রেমিককে মাদকের নেশা ধরান? তিনি বলেন, “সুশান্তকে ভালবাসলে রিয়া তাঁকে ড্রাগস নিতে আটকায়নি কেন? তাঁর পরিবারকেই বা জানায়নি কেন?” কোনও রাখঢাখ না করেই অঙ্কিতা দাবি করেন, রিয়াও মাদকাসক্ত ছিলেন। তাই যেমন অন্যায় করেছেন, তার ফল ভোগ করছেন। অঙ্কিতা তাঁর লেখায় জানিয়ে দেন, সুশান্তের মৃত্যুকে খুন বা আত্মহত্যা কিছুই বলতে চান না তিনি, শুধু সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার চান। অভিনেত্রী জানান, রিয়াকে তাঁর ঘনিষ্ঠেরা সমর্থন করতেই পারেন, কিন্তু তাঁর সঙ্গে মতের অমিল হলে সোশ্যাল মিডিয়ায় যেন কোনও রকম নোংরামি প্রকাশ না পায়।

অঙ্কিতার এই চিঠি পোস্টের পরে আর চুপ করে থাকতে পারেননি রিয়ার ঘনিষ্ঠ বন্ধু শিবানী দন্ডেকর। এর আগেও রিয়ার হয়ে যুদ্ধ করেছেন তিনি। টুইটারে শিবানী লেখেন, “রিয়ার ভাবমূর্তি নষ্টের জন্য অঙ্কিতাই দায়ী। সুশান্তের সঙ্গে সমস্যাগুলো কোনও দিন মেটাতে পারেননি অঙ্কিতা। এখন রিয়াকে দোষী সাজিয়ে, নিজেকে ভাল প্রমাণ করে লাভ করার চেষ্টা করছেন।”

Advertisement

শিবানীর সেই টুইট।

এখানেই থেমে থাকেননি শিবানী। অঙ্কিতাকে পুরুষতন্ত্রের ধ্বজাধারী বলে কটাক্ষ করেন তিনি লেখেন, “এই মহিলা ২ সেকেন্ডের জন্য বিখ্যাত হতে চায়। তাই রিয়ার মাধ্যমে তা পাওয়ার চেষ্টা করছে। অভিনেত্রী তাঁর মনে প্রচুর ঘৃণা জমিয়ে রেখেছেন।”

আরও পড়ুন: টেমসের তীরে কলকাতার তিন নায়িকা একসঙ্গে!

সুশান্তকে মাদকের জোগান দেওয়ার অভিযোগে ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। বুধবারই এক বার জামিনের আবেদন করেছিলেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। সেই আবেদন খারিজ করে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান দায়রা আদালতের বিচারক। বৃহস্পতিবার রিয়াকে ফের ‘নির্দোষ’ দাবি করে জামিনের আবেদন করেন মানশিন্ডে। আবেদনে বলা হয়েছে, ‘‘রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে।’’ কিন্তু রিয়ার জামিনের আবেদন এ দিনও খারিজ করা হয়েছে।

আরও পড়ুন: মাদক চক্রে এক মহিলার গ্রেফতারি নিয়ে রিয়ার ১১ বছরের পুরনো টুইট ফের ভেসে উঠল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement