Sharmila Tagore

মুম্বইয়ে ‘পুরাতন’ ছবির প্রদর্শনীতে স্বামীর সঙ্গে আবেগঘন ঋতুপর্ণা, কী বললেন শর্মিলা?

পিঠকাটা ব্লাউজ আর মানানসই সোনার গয়নায় সাজিয়েছেন নিজেকে। স্বামী সঞ্জয়কে যেন চোখে হারাচ্ছেন ঋতুপর্ণা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ২০:০৩
Share:

মুম্বইয়ে 'পুরাতন' ছবির বিশেষ প্রদর্শনীতে তারকাদের মেলা। ছবি: সংগৃহীত

মুম্বইয়ে ‘পুরাতন’ ছবির বিশেষ প্রদর্শনীতে শর্মিলা-ঋতুপর্ণা সাক্ষাৎ। সোমবার সন্ধ্যায় সুমন ঘোষের ‘পুরাতন’ প্রদর্শন করা হল একটি অনুষ্ঠানে। ভারতে এই প্রথম ' পুরাতন ' দেখান হল। ছবি দেখতে এক দিনের জন্য দিল্লি থেকে মুম্বইয়ে মেয়ে সাবার কাছে শর্মিলা। সোমবার শর্মিলা ঠাকুরের পরনে সাদা শিফনের শাড়ি। তার উপর হাল্কা অথচ জমকালো কালো কাজের ঝিলিক। সঙ্গে মানানসই কালো ব্লাউজ। ' ভাবনা আজ ও কাল ' প্রযোজিত মা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি দেখতে শর্মিলার পাশে তাঁর দুই মেয়ে সাবা আর সোহা। সাবার পরনে ক্রিমরঙা আনারকলি। হাতে জমকালো বটুয়া।

Advertisement

কারা নজর কাড়লেন বিশেষ প্রদর্শনীতে?

এই ছবিতে শর্মিলার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল বেনারসিতে তিনি মোহময়ী। পিঠকাটা ব্লাউজ আর মানানসই সোনার গয়নায় সাজিয়েছেন নিজেকে। স্বামী সঞ্জয়কে যেন চোখে হারাচ্ছেন ঋতুপর্ণা। অভিনেত্রী বললেন, “ঘটনাচক্রে আমি প্রযোজক। মনে প্রাণে কিন্তু আমি অভিনেত্রী।”

ইন্দ্রনীল সেনগুপ্তের দেখা মিলল প্রদর্শনীতে। ছবির প্রদর্শন, অভিবাদন, নিজস্বী তোলায় জমে উঠল সন্ধ্যা। পরিচালক সুমন বললেন, “এই অনুষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক বেশ। আমি যেন তাদের জামাই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement