Jorasanko Murder

মদের আসরে বচসা! কাচের বোতল ভেঙে বন্ধুর গলায় গেঁথে দিলেন তরুণ, জোড়াসাঁকোয় দেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণের নাম ফইজল ফাহিম (১৯)। বুধবার গভীর রাতে জোড়াসাঁকোর মদনমোহন বর্মণ স্ট্রিটে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ফইজল। সেখানেই আচমকা বন্ধুর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১২:৩৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মদের আসরে কথা কাটাকাটির জের। রাগের মাথায় কাচের বোতল ভেঙে বন্ধুর গলায় গেঁথে দিলেন যুবক! বুধবার গভীর রাতে কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুই ‘বন্ধু’র বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। তদন্তে নেমে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ১৯ বছরের ওই তরুণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণের নাম ফইজল ফাহিম (১৯)। বুধবার গভীর রাতে জোড়াসাঁকোর মদনমোহন বর্মণ স্ট্রিটে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ফইজল। সেখানেই আচমকা বন্ধুর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এক পর্যায়ে কাচের বোতল ভেঙে ফইজলের গলায় গেঁথে দেওয়া হয়। বুধবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ফইজল। বিপদ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তেরা। রক্তাক্ত অবস্থায় ফইজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে দুই যুবকের বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের মা। অভিযুক্তদের খোঁজে তদন্তে নেমে মহম্মদ নাবেদ নামে বছর চব্বিশের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগেও চাঞ্চল্য ছড়িয়েছিল জোড়াসাঁকোয়। গত ২০ এপ্রিল এক যুবকের অচৈতন্য দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তড়িঘড়ি তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ওই ঘটনাতেও খুনের অভিযোগ ওঠে বন্ধুর বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনাতেও তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement