Pahalgam Terror Attack

পহেলগাঁওয়ে হামলার পর আতঙ্কে পাকিস্তান! গুগ্‌লে কী নিয়ে খোঁজ চালাচ্ছেন পাক নাগরিকেরা? প্রকাশ্যে তথ্য

গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁওয়ে হামলা চালানো একাধিক জঙ্গি পাকিস্তানি। আর তাই ভারতে জঙ্গি হামলার পর নাকি সাবধানি হয়েছে পাকিস্তান। ভারত যে আবার ঘরে ঢুকে জঙ্গি মারতে পারে, এমন আশঙ্কা করে পাক সেনাবাহিনী এবং তার প্রধান নাকি ইতিমধ্যেই সতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১২:২৪
Share:
What Pakistani people are searching in internet after Pahalgam attack

—প্রতীকী ছবি।

জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। নৃশংস হত্যালীলা চালিয়ে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ পর্যটককে খুন করেছে জঙ্গিরা। সেই ঘটনায় দেশ জুড়ে হইচই পড়েছে। তবে সেই আবহে প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর গুগ্‌লে কী নিয়ে বেশি সার্চ করছেন পাক নাগরিকেরা? সেই তথ্যই উঠে এসেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

Advertisement

কোনও দেশের মানুষ ইন্টারনেটে কোন জিনিস নিয়ে সবচেয়ে বেশি খোঁজখবর চালাচ্ছেন, তা জানতে ‘গুগ্‌ল ট্রেন্ডস’ ব্যবহার করা হয়। সেই ‘ট্রেন্ড’ ঘাঁটার পরেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিজেদের দেশের নিরাপত্তা নিয়ে অনুসন্ধান শুরু করেছেন পাকিস্তানের জনগণ।

গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁওয়ে হামলা চালানো একাধিক জঙ্গি পাকিস্তানি। আর তাই ভারতে জঙ্গি হামলার পর নাকি সাবধানি হয়েছে পাকিস্তান। ভারত যে আবার ঘরে ঢুকে জঙ্গি মারতে পারে, এমন আশঙ্কা করে পাক সেনাবাহিনী এবং তার প্রধান নাকি ইতিমধ্যেই সতর্ক। এমন পরিস্থিতিতে একাধিক সমাজমাধ্যম প্ল্যাটফর্মে পাকিস্তানি নেটাগরিকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন, তাঁদের দেশে আক্রমণ করতে পারে ভারত। আর তার পরেই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সে দেশের নাগরিকদের মধ্যে খোঁজখবর বেড়েছে গুগ্‌লে।

Advertisement

এর পাশাপাশি পাকিস্তানের অনেকে ভারতের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও গুগ্‌লে অনুসন্ধান চালাচ্ছেন বলে সংবাদমাধ্যম ‘নবভারত টাইম্‌স’-এর প্রতিবেদনে উঠে এসেছে। কয়েক জন নেটাগরিক ইতিমধ্যেই পাকিস্তানে চলা গুগ্‌ল সার্চের স্ক্রিনশট সমাজমাধ্যমে শেয়ার করেছেন। সেই তথ্য অনুযায়ী, পহেলগাঁও হামলার পর থেকেই সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুগ্‌লে অনুসন্ধান শুরু করেছেন পাকিস্তানিরা।

‘গুগ্‌ল ট্রেন্ডসে’ দেখা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানিদের গুগ্‌লে অনুসন্ধান করা বিভিন্ন জিনিসের তালিকায় ‘পহেলগাঁও’ রয়েছে তৃতীয় স্থানে। ট্রেন্ড অনুযায়ী, কাশ্মীর, মোদী, পুলওয়ামা এবং জম্মুর মতো কিওয়ার্ডগুলি নিয়ে প্রচুর সার্চ হচ্ছে পাকিস্তানে। সেই তথ্য দেখে নেটাগরিকদের অনুমান, এই হামলার পর পাকিস্তানি জনগণও ভারতের পদক্ষেপ নিয়ে চিন্তিত। চিন্তিত সে দেশের সরকার এবং সেনাবাহিনীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement