Sikim

এমন সুযোগ পেয়েছি যে বিশ্বাস হয় না

নামী ব্যানারে ডেবিউ করছেন নবাগতা শর্বরী। কলকাতায় এসে আনন্দ প্লাসের মুখোমুখি তিনি।

Advertisement

সায়নী ঘটক

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share:

শর্বরী।

বলিউডের প্রথম ছবি যশ রাজ ফিল্মসের ব্যানারে। ওয়েব ডেবিউ অ্যামাজ়ন প্রাইমে, কবীর খানের সিরিজ়ে। এমন ‘ব্লকবাস্টার ওপেনিং’-এর পিছনে রহস্যটা কী? প্রশ্নটা শুনে লজ্জা পেয়ে গেলেন নবাগতা। বিউটি কনটেস্টে নাম দিলে কলেজে অ্যাটেনডেন্স পাওয়া যাবে জেনে শর্বরী নাম দিয়েছিলেন প্রতিযোগিতায়। খেতাব জেতার পরেই একটা বিজ্ঞাপন ঝুলিতে ভরে ফেলেছিলেন। তারও পরে ‘পেয়ার কা পঞ্চনামা টু’, ‘বাজিরাও মস্তানি’ আর ‘সোনু কে টিটু কী সুইটি’র মতো ছবিতে অ্যাসিস্ট করার সুযোগ। এই পর্যন্ত অভিজ্ঞতা নিয়েই শর্বরী চলে গিয়েছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার কাছে। অডিশন দিয়ে শর্টলিস্টেডও হয়েছিলেন। সেখান থেকেই ‘কবীর স্যর’ তাঁকে বেছে নেন ঝাঁসির রানি ব্রিগেডের মুখ হিসেবে। তার পরে দরজা খুলে গেল ‘যশ রাজ’-এও। ‘বান্টি অওর বাবলি টু’-এর নতুন জুটিতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে সুযোগ পেলেন শর্বরী। যা এখনও নিজেই বিশ্বাস করতে পারেন না।

Advertisement

‘দ্য ফরগটেন আর্মি’ সিরিজ়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। হোমওয়র্ক কতটা কঠিন ছিল? ‘‘প্রথমেই কবীর স্যরের ১৯৯৯ সালের ডকুমেন্টারিটা দেখে নিয়েছিলাম। সেটা এতটাই নাড়িয়ে দিয়েছিল যে, ইন্টারনেটে বিশদে পড়াশোনা করেছিলাম। আজ়াদ হিন্দ বাহিনী নিয়ে স্যরের এত জ্ঞান যে, উইকিপিডিয়া হার মানবে,’’ বললেন শর্বরী। ঝাঁসির রানি বাহিনীর লক্ষ্মী সেহগল এবং জানকী থেভরের মিশেলে তৈরি তাঁর মায়া চরিত্রটি। শর্বরী জানালেন, আর্মির কঠিন ট্রেনিং নেওয়ার প্রস্তুতিটা সহজ ছিল না মোটেও। ভারী রাইফেল হাতে তুলতে গিয়ে যেমন বিপদে পড়েছিলেন, তেমনই হাত-পা ছন্দে মিলছিল না প্যারেডের সময়েও। তাইল্যান্ডের পাহাড়চুড়োয় ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলছিলেন শর্বরী। ‘‘ওই দৃশ্যের ডাবিংও করেছিলাম কাঁপতে কাঁপতেই। সেনারা আসলে যত পরিশ্রম করেন, তার এক শতাংশও করিনি আমরা,’’ বয়ান তাঁর।

‘দ্য ফরগটেন আর্মি’র নায়ক সানি কৌশলের প্রসঙ্গ আসতেই সতর্ক শর্বরীর চোখ। ‘‘সানি আমার বয়ফ্রেন্ড নয় কিন্তু,’’ প্রথমেই স্পষ্ট করে দিলেন। সংবাদমাধ্যমে দু’জনকে নিয়ে খবর বেরোলেই নাকি একে অন্যকে হোয়াটসঅ্যাপ করেন তাঁরা। ‘‘আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করি। ও আমার প্রথম হিরো বলেই বোধহয় এই গুজবটা চাউর হয়েছে,’’ বললেন শর্বরী। ইন্ডাস্ট্রিতে সানি ছাড়া কোনও বন্ধু ছিল না তাঁর। সম্প্রতি বন্ধুত্ব হয়েছে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গেও। ‘‘ও যেমন ট্যালেন্টেড, তেমনই বিনয়ী,’’ দরাজ সার্টিফিকেট নায়িকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement