Aryan Khan

Aryan Khan: স্নাতক হলেন শাহরুখ-পুত্র, নেটমাধ্যমে ছেয়ে গিয়েছে তাঁর সমাবর্তনের ছবি

কী নিয়ে পড়াশোনা করছিলেন তিনি? ভবিষ্যতে কী করতে চান?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৮:৫৫
Share:

আরিয়ান খান।

‘ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া’ থেকে স্নাতক হলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবর্তনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

Advertisement

বিভিন্ন ফ্যান পেজের মাধ্যমে আরিয়ানের সে ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। একটি বড় পর্দায় দেখা যাচ্ছে শাহরুখ-পুত্রকে। হাতে তাঁর শংসাপত্র। গায়ে সমাবর্তনের কালো পোশাক। গলায় লাল উত্তরীয়। বড় পর্দায় তাঁর নাম ফুটে উঠেছে, ‘আরিয়ান শাহরুখ খান’। চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন আরিয়ান।

এর আগে একটি সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন, তাঁর বড় ছেলে অভিনেতা হতে চান না। ক্যামেরার পিছনে কাজ করতে চান তিনি। শাহরুখের কথায়, ‘‘আরিয়ান ভাল অভিনয় করতে পারে বলে আমার মনে হয় না। তাকে দেখতে সুন্দর, লম্বা, চওড়া। কিন্তু অভিনয়ের দিকে উৎসাহ নেই তার। সে খুব ভাল করে জানে, অভিনয়ে এলে ক্রমাগত আমার সঙ্গে তুলনা চলবে। সেই ব্যাপারে যথেষ্ট সতর্ক সে।’’ উপরন্তু শাহরুখের কথায় জানা গেল, আরিয়ানের লেখনী খুব ভাল। এ কথা অবশ্য আগে এক বার অভিনেত্রী অনন্যা পাণ্ডেও বলেছিলেন তাঁর বন্ধু, আরিয়ানকে নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement