Shahrukh Khan

পাকিস্তানে প্রয়াত শাহরুখ খানের বোন নুর জাহান

ভাই শাহরুখের সঙ্গে নুর জাহানের সম্পর্ক ছিল বেশ মধুর। ১৯৯৭ সালে প্রথমবার স্বামীর সঙ্গে ভারতে এসে মুম্বইয়ে শাহরুখের বাড়ি মন্নতেই উঠেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৪:১৩
Share:

খুড়তুতো বোন নুর জাহান সঙ্গে শাহরুখ।

পাকিস্তানে মারা গেলেন শাহরুখ খানের খুড়তুতো বোন নুর জাহান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধেবেলায় সে দেশের পেশোয়ারে প্রয়াত হন তিনি। নুর জাহানের ভাই মনসুর আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন নুর। অনেকদিন ধরে লড়াই চালালেও গতকাল ক্যানসারের কাছে হার মানেন তিনি।

Advertisement

ভাই শাহরুখের সঙ্গে নুর জাহানের সম্পর্ক ছিল বেশ মধুর। ১৯৯৭ সালে প্রথমবার স্বামীর সঙ্গে ভারতে এসে মুম্বইয়ে শাহরুখের বাড়ি মন্নতেই উঠেছিলেন তিনি। রাজনৈতিক ভাবেও সক্রিয় ছিলেন নুর জাহান। পেশোয়ারের প্রাক্তন জেলা শাসকও ছিলেন তিনি।

আরও পড়ুন: অনেক বছর পর্দার আড়ালে, এ বার ফিরছেন দেবশ্রী

Advertisement

যদিও বোনের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement