Saif Ali Khan attacked

‘ঘুরিয়ে প্রশ্ন না করলেও হত’, সইফের ঘটনায় প্রশ্ন করতেই উদ্বেগ প্রকাশ করিনার প্রাক্তন শাহিদের

এক সময় করিনার-শাহিদের প্রেম ছিল চর্চায়। সইফের ঘটনা নিয়ে সমাজমাধ্যমে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে তাঁর আসন্ন ছবি ‘দেবা’র প্রচার অনুষ্ঠানে প্রশ্নের মুখোমুখি শাহিদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:০৪
Share:

সইফের ঘটনায় কী প্রতিক্রিয়া করিনার প্রাক্তন প্রেমিক শাহিদের? ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের ঘটনায় উদ্বিগ্ন গোটা বলিউড। নিজের বাড়িতেই গুরুতর জখম হন অভিনেতা। হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তাঁর। ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিশ। কিন্তু তা-ও নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন বলি তারকারা। ঘটনায় মুখও খুলেছেন অনেকে। এ বার এই ঘটনায় মুখ খুললেন শাহিদ কপূর।

Advertisement

এক সময় করিনা কপূরের সঙ্গে শাহিদ কপূরের সম্পর্ক ছিল চর্চায়। আজও বিভিন্ন প্রসঙ্গে তাঁদের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সইফের ঘটনা নিয়ে সমাজমাধ্যমে কোনও প্রতিক্রিয়া জানাননি শাহিদ। তাঁর আসন্ন ছবি ‘দেবা’র প্রচার অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শাহিদ। তবে তার সঙ্গেই সাংবাদিককে বলেন, “এই প্রশ্ন আপনি ঘুরিয়ে করলেন। প্রত্যক্ষ ভাবে এই প্রশ্ন রাখলে আরও সম্মানের হত।”

সইফের ঘটনা নিয়ে শাহিদের মন্তব্য, “খুবই দুঃখজনক ঘটনা। ইন্ডাস্ট্রির সকলেই এই ঘটনা নিয়ে উদ্বেগে রয়েছেন। আশা করছি সইফ এখন ভাল আছেন। শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। ব্যক্তিগত পরিসরে ওঁর সঙ্গে যা ঘটেছে, তা দেখে আমরা সকলে অবাক ও স্তম্ভিত। আমি নিশ্চিত, পুলিশ খুব ভাল ভাবেই তদন্ত চালাচ্ছে।”

Advertisement

তবে মুম্বই শহরে এমন ঘটতে পারে, আশা করেননি শাহিদ। তাঁর কথায়, “মুম্বই খুব নিরাপদ শহর। আমার পরিবারের সদস্য বা মহিলারা রাত দুটোর সময়েও রাস্তায় বেরোলে নিরাপদে থাকেন। এই ঘটনা সত্যিই চমকে দেওয়ার মতো। আশা করছি ও প্রার্থনা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

২০১৭ সালে সইফ ও শাহিদ ‘রঙ্গুন’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে ছিলেন কঙ্গনা রানাউতও। সইফের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা চোপড়া, উর্বশী রাউতেলা, অমিশা পটেল, অর্জুন কপূর রণবীর সিংহেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement