Shah Rukh Khan

Aryan Khan: উঠতি বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা শাহরুখ-তনয়ের

২ অক্টোবর প্রমোদতরীতে এনসিবি-র আধিকারিকরা তল্লাশি শুরু করার খানিক আগেই নাকি আরিয়ান এক বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক বিষয়ে কথা বলছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১০:৪৯
Share:

উঠতি বলিউড অভিনেত্রীর সঙ্গে আরিয়ান মাদক বিষয়ে আলোচনা করেছিলেন।

উঠতি বলিউড অভিনেত্রীর সঙ্গে শাহরুখ খানের ছেলে আরিয়ান মাদক বিষয়ে আলোচনা করেছিলেন। প্রমোদতরীর ওই পার্টিতে যোগ দেওয়ার আগে। তেমনই ‘প্রমাণ’ পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার তারকা-সন্তানের জামিনের শুনানির আগে আদালতের হাতে সেই তথ্য তুলে দিলেন আধিকারিকরা।

বুধবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যম দাবি জানাল, মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এনসিবি-র আধিকারিকরা তল্লাশি শুরু করার কিছু আগেই আরিয়ান বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক বিষয়ে কথা বলেছেন। শাহরুখ-তনয়ের হোয়াটসঅ্যাপ থেকে সে তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি এনসিবি-র।

Advertisement

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উঠতি বলিউড অভিনেত্রী ছাড়াও এক মাদক পাচারকারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক-সংক্রান্ত কথাবার্তা হয়েছে আরিয়ানের। সে তথ্যপ্রমাণও আদালতের কাছে জমা পড়েছে। মঙ্গলবার জানা গিয়েছিল, আরিয়ানের মা গৌরী ছেলের জন্য মানত করেছেন। জামিনে ছাড়া না পাওয়া পর্যন্ত ‘মন্নত’-এ কোনও প্রকার মিষ্টি রান্না করা হবে না। বলি তারকার হেঁসেলে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement