আরিয়ান খান।
চার দিন ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রুদ্ধদ্বার কক্ষে বন্দি শাহরুখ-পুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু শাহরুখ-পুত্রের এখনই জামিন পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, তাঁকে আরও কয়েক দিন নিজেদের হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে তদন্তকারী সংস্থা।
বুধবার রাতে বান্দ্রা অঞ্চল থেকে এক বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশ কিছু পরিমাণ মেফেড্রোন (এক ধরনের মাদক) উদ্ধার হয়েছে। আরিয়ান এবং তাঁর বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট যে অঞ্চলে থাকেন, সেই অঞ্চল থেকেই আটক করা হয় সেই ব্যক্তিকে। এই ব্যক্তির থেকে মাদক-পার্টি সম্পর্কে জরুরি কিছু তথ্য উঠে আসতে পারে বলে এনসিবি সূত্রে খবর। মনে করা হচ্ছে, আরিয়ানকেও তাঁর সঙ্গে হেফাজতে রেখে চলতে পারে জিজ্ঞাসাবাদ।
বছর ২৩-এর আরিয়ানকে প্রথমে এক দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। এর পর সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় শুক্রবার পর্যন্ত। কিন্তু এর পরেও হাজতে থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে। উঠে আসতে পারে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য।