rimli

John-Idika: বাস্তবেও উদয়ের সঙ্গেই প্রেম রিমলির? প্রযোজক স্নিগ্ধার দাবি, আসল ঘটনা অন্য!

ধারাবাহিকের অন্য অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের দাবি, ‘যা রটে, তার কিছুটা তো বটেই!’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ২০:২৬
Share:

পর্দায় কৃষকদের জীবনের সঙ্গে উঠে এসেছিল জমিদার-পুত্র উদয় আর কৃষক-কন্যা রিমলির প্রেম-বিয়ে।

সদ্য শেষ জি বাংলার ধারাবাহিক ‘রিমলি’। পর্দায় কৃষকদের জীবনের সঙ্গে উঠে এসেছিল জমিদার-পুত্র উদয় আর কৃষক-কন্যা রিমলির প্রেম-বিয়ে। অভিনয় করতে করতে ‘উদয়’ ওরফে জন ভট্টাচার্য আর ‘রিমলি’ ওরফে ইদিকা পালের চোখে যে ভাললাগার ঘোর দেখা দেবে, তা কে জানত! সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এ এসেছিল পুরো টিম। সেখানেই ফাঁস, জন-ইদিকা নাকি সত্যি সত্যি একে অন্যকে পছন্দ করেন। শুধু এই? রিয়্যালিটি শো-এ এসে জনের মা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বৌমা হিসেবে তাঁর খুবই পছন্দ ইদিকাকে! বিষয়টি নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন ‘রিমলি’র প্রযোজক স্নিগ্ধা বসু। তাঁর সপাট জবাব, ‘ইদিকা প্রেম করেন, জানি। কিন্তু কার সঙ্গে করেন, সেটা জানি না!’

এ দিকে, দিদি রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনেই জন-ইদিকার বিশেষ সম্পর্কে সিলমোহর দিয়েছেন ধারাবাহিকের আরও এক অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। তাঁর দাবি, ‘যা রটে, তার কিছুটা তো বটেই!’ সেই দাবি আপও জোরালো যখনই ইন্দ্রনীলের গানে জনকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে নেচে উঠেছেন পর্দার ‘রিমলি’। রসায়ন দেখে চোখ ধাঁধিয়েছে সঞ্চালকেরও। ইন্দ্রনীলের কাছে তিনি স্পষ্ট জানতে চেয়েছেন, ‘‘সত্যিই কি কিছু আছে জন-ইদিকার মধ্যে?’’ ইন্দ্রনীলের উত্তরে তখন একাধিক যুক্তি। অভিনেতার মতে, যখনই কোনও মেয়ে কোনও একজন পুরুষের দিকে কিছুতেই তাকাতে চায় না তখনই বুঝে নিতে হবে, কিছু তো আছেই! যদিও ইদিকার দাবি, জনের মতো এই মুহূর্তে তিনিও নিজের কাজে ডুবে রয়েছেন। ফলে, জন কেন! কারওর দিকেই তাঁর নজর নেই।

Advertisement

এর পরেই অবধারিত প্রশ্ন, পুরোটাই কি তা হলে রিয়্যালিটি শো-এর কারসাজি? টিআরপি বাড়ানোর চেষ্টা?

কান জুড়োনোর মতোই উত্তর দিয়েছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার স্নিগ্ধা বসু। আবারও তাঁর সাফ জবাব, ‘‘যখনই কোনও একটি বিষয়কে বেশি করে সামনে আনা হয় বুঝতে হবে, আসল ঘটনা অন্য!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement